বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত প্যাকেজ ট্যুর প্রোগ্রাম সাহিত্য পর্যটন মিশন গত ২২ ও ২৩ ফেব্রুয়ারী শনিবার ও রবিবারে সুসম্পন্ন হয়েছে।
বাংলাদেশ পোয়েটস ক্লাব এর উদ্যোগে গত ২২ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯টায় সিলেটের হযরত শাহজালাল রহঃ এর মাজার শরীফ জিয়ারত করে ইবনে বতুতা স্মৃতি বিজড়িত ঐতিহাসিক হাবঙ্গী পাহাড়ের চূড়া আরোহন করে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পোয়েটস ক্লাব এর কো-চেয়ারম্যান ও সাহিত্য পর্যটন মিশন এর টীম লিডার কবি লেখক অধ্যাপক ডঃ শহীদুল্লাহ্ আনসারীর নেতৃত্বে মোনাজাত পরিচালনা করেন সাহিত্য পর্যটন মিশন এর প্রবর্তক কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
দুপুরে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র পরিভ্রমণ করেন সাহিত্য পর্যটন মিশনে অংশ গ্রহণ বাংলাদেশ পোয়েটস ক্লাবের মহাপরিচালক কবি নাহিদ রোকসানা, ঢাকা মহানগর সভাপতি কবি তন্ময় হারিছ, সহ সভাপতি কবি ফারুক প্রধান, কুমিল্লা জেলা সভাপতি কবি লায়লা আর্জুমান শিউলি, ময়মনসিংহ জেলা সহ সম্পাদক কবি নাহিন শিল্পী, সিলেট জেলা সম্পাদক কবি কামাল আহমদ, সহ সম্পাদক কবি তালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা চৌধুরী, সিলেট জেলা কো-অর্ডিনেটর রোটারিয়ান মোঃ রিপন মিয়া, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক কবি সাহিনা জালালি পিয়ারা।
বিশেষ আকর্ষণ হিসেবে যোগদান করেন মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, কবি মুহাম্মদ শাহ আলম ও শিক্ষক আবুল কালাম আজাদ। ক্যামেরায় চিত্র ধারণ করেন মাসুম চৌধুরী। সাথে ছিলেন কবি লায়লা আর্জুমান শিউলির স্বামী এবং নাহিন শিল্পীর একমাত্র ছেলে।
সাদা পাথর পর্যটন কেন্দ্র পরিভ্রমণ শেষে সিলেট মহানগরের বন্দরবাজার এসে প্যাকেজ ট্যুর প্রোগ্রাম এর সমাপ্তি ঘোষণা করা হয়। রাতে টীম লিডার ডক্টর শহীদুল্লাহ আনসারী, কবি নাহিদ রোকসানা ও কবি ফারুক প্রধান কামালবাজার এলাকায় হরিপুর বড়বাড়ি কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাড়িতে রাতে নৈশভোজের পরে কবিতা পাঠের আসরে অংশগ্রহণ করেন।
২৩ ফেব্রুয়ারী দুপুরে বরইকান্দি নিবাসী পোয়েটস ক্লাবের প্রতিষ্ঠাতা মহাপরিচালক প্রয়াত সাংবাদিক তাজুল ইসলাম বাঙালির বাড়িতে গিয়ে তাঁর অসুস্থ স্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, ডক্টর শহীদুল্লাহ আনসারী, কবি নাহিদ রোকসানা ও কবি ফারুক প্রধান। দুপুর ২টায় তারা ঢাকা গামী বাসে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রার মাধ্যমে সাহিত্য পর্যটন মিশনের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি