স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্ন দেখি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৮ টায় বাদাম বাগিচা বাজার এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইলাশকান্দি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানীর সভাপতিত্ব এবং সংগঠনের সদস্য জনপ্রিয় আসলামের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশন ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন দেখি সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা এ কে কামাল হোসেন, উপদেষ্টা সাইদ মাহমুদ ওয়াদুদ,আহমদ হোসেন খান,রিপন আহমদ।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্বপ্ন দেখি সমাজ কল্যাণ সংস্থার সদস্য সায়েম আহমদ রনি,মিটু আহমেদ,রবিউল আলম,মানবিক সোহেল,সুমন আহমেদ,জুবায়ের আহমদ দুদু,জাকির আহমেদ,আকবর আলী,রাব্বি আহমেদ,মোঃ পলাশ, জাহেদুল ইসলাম,টিপু সুলতান প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে বাদাম বাগিচা ও ইলাশকান্দি এলাকার প্রায় দেড় শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে পবিত্র মাহে রমজানের খাদ্য সামগ্রী তোলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।