গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে উইমেন এমপাওয়ারমেন্ট প্রজেক্ট এর আওতায় তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত ২৬ ফেব্রুয়ারী, বুধবার বিকেলে উমদার পাড়া উইমেন এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের হল রুমে অনুষ্ঠিত হয়।
জি এস সি সিলেট চ্যাপ্টার এর ট্রেজারার আলী আহসান হাবিবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা মোঃ নজরুল ইসলামের পরিচালনা ও স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমীনুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন সিলেট চ্যাপ্টার এর যুগ্ম সাধারণ সম্পাদক প্রাক্তন কাউন্সিলর নাজনীন আক্তার কনা, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন কবির, প্রশিক্ষক জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত শাহিদা বেগম, নুসরাত উম্মে সাজিদা, প্রশিক্ষনার্থী রুবি বেগম, ফারজানা রহমান তাসনীম প্রমুখ।
সেলাই প্রশিক্ষণ কোর্স সমাপনকারী ২৫ জন প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি