আর্ত-মানবতার সেবায় সদানিয়োজিত আধুনিক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিতি সম্মাননা- ২০২৪ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের হাজী ইয়াছিন উল্লাহ বেতসান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট চিকিৎসক, সিলেটের আঞ্চলিক ভাষার জনপ্রিয় শিল্পী ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী।
তিনি তার বক্তৃতায় বলেন, উন্নত জীবন ও আধুনিক জাতি গঠনে শিক্ষা উন্নয়নের বিকল্প নেই। শিক্ষায় উন্নত জাতি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার কারিগর। তিনি সুন্দর আগামী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের মান উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রইছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ ফালাকুজ্জামান চৌধুরী জগলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ড. নুরুল ইসলাম বাবুল, রাগিব রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল ওয়াহাব, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান সভাপতি শেখ আব্দুল হাফিজ, সহ-সভাপতি সুমন আহমদ তালুকদার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংস্থার সহ-সভাপতি মাষ্টার মিজানুর রহমান।
সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আল ইমরানের পরিচালনায় কোরআন তিলাওয়াত করেন সংস্থার সহ-অর্থ সম্পাদক ক্বারী শাহনেওয়াজ শাফি। উপস্থিত ছিলেন, সংস্থার সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ সুন্দর আলী।
প্রচার সম্পাদক সুফিয়ান আহমদ, ক্রীড়া সম্পাদক ফয়জুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক সাব্বির আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজ চৌধুরী, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাব্বির আহমদ (২), ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আনিছুর রহমান জাহিদ, সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আশিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আমির আলী, সদস্য শাহরিয়ার আহমদ, রাব্বি হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য শেষে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য, বিশিষ্ট সমসজসেবী ও শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী লিটন চৌধুরী গোলাম শাহরিয়ার এর অর্থায়নে আধুনিক সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় ইতিমধ্যে দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে উপস্থিতি সম্মাননা প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তি