ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির উপদেষ্টা, ধূপাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন এর সফল চাকুরিকাল সমাপ্তিতে ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির উদ্যোগে ২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে সংস্থার কার্যালয়ে অবসর জনিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা ও সংগঠক, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ নজরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নিরাপদ সড়ক চাই সিলেট মহানগরের সভাপতি এম ইকবাল হোসেন।
ধূপাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমীনুর রহমান আল আমীন এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে আবেগঘন বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার সর্বজন শ্রদ্ধেয় ধূপাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক মোঃ মোবারক হোসেন। বিদ্যালয়ের কনিষ্ঠ ছাত্র তাজরিয়ান ইসলাম অর্নবের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাইশটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামীমা বেগম, সিলেট জেলা দলিল লেখক সমিতির সদস্য মনসুর আহমেদ, গোধুলি সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি কবির হোসেন, সম্মিলিত সামাজিক ফোরাম এর সভাপতি সৈয়দ মসউদ রহমান মতিন, হাজী আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমির শিক্ষক রোখশানা বেগম, কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুজানা বেগম, প্রাক্তন ছাত্রী রোমানা বেগম, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমদ কাওছার, সুরমা বেগম, রফিক আহমদ, অভিভাবক সদস্য নুসরাত উম্মে সাজিদা, ফারজানা রহমান তাসনীম সহ শতাধিক ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ধূপাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন-কে ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। শেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি