২৪ এর দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দের উদ্যোগে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিগত পনেরো বছর আওয়ামী গডফাদারদের দুর্নীতির কারণে উন্নত বাংলাদেশ নির্মাণ হয়নি। দুর্নীতি আর উন্নয়ন একসাথে চলেছে। বাক স্বাধীনতা ও শান্তির মা শ্মশান ঘাটে ছিল। বেশিরভাগ দুর্নীতিবাজ রাজনীতিক ও কমিশন ভোগিদের কারণে সুষ্ঠু নির্বাচন তো দূরের কথা আজাদীপ্রিয় বাংলাদেশকে কর্তৃত্ববাদী শাসনে কলঙ্কিত করা হয়েছে। আপনাদের সাচ্চা নিয়ত ও সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতে দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থান হয়েছে।
রক্তাক্ত জুলাই-আগস্টের পর দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম প্রথম থেকেই সভা সমিতি সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনাদেরকে সংগঠিত হওয়ার লক্ষ্যে নাগরিকদের মধ্যে আপনাদের শক্তির পক্ষে সব সময় সহযোগিতা অব্যাহত ছিল। সর্বোপরি আপনারা সংঘটিত হয়েছেন।
লাখো ছাত্র-জনতার উপস্থিতিতে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির আহবায়ক জাতীয় বীর নাহিদুল ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন সহ সকল নেতৃবৃন্দকে ফোরামের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, গতানুতিক রাজনীতিক ঊর্ধ্বে উঠে, উন্নত বাংলাদেশ নির্মাণ করতে হলে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পদের হিসাব, সরকারের নিকট দাখিলের বিধান বাধ্যতামূলক, শক্তিশালী ন্যায়পাল কার্যক্রম চালু, জাতীয় নির্বাচনে ঋণ খেলাপিদের ঠেকাতে ঋণ সিডিউল পদ্ধতি বাতিল, উপজেলা চেয়ারম্যানদের উপর এমপি ও ইউএনও-দের খবরদারি বন্ধ, দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিবর্গদের জাতীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে এখনই গণআন্দোলন দরকার। এটা করতে পারলে ঈমানদার নেতৃত্ব বেরিয়ে আসবে ইনশাআল্লাহ।
ঐতিহাসিক বায়ান্ন, ’৬৯ গণঅভুত্থান, ৭ই মার্চ, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ-কে নিয়ে কোন ধরনের বিতর্কমূলক বক্তব্যে জড়াবে না নবগঠিত জাতীয় নাগরিক পার্টি। দেশবাসী আশা রাখে আপনাদের নেতৃত্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে সকল স্থানীয় নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে রাজপথে কর্মসূচি ঘোষণা দিবেন।
নেতৃবৃন্দ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন। বিজ্ঞপ্তি