মটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত, দীর্ঘদিন ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক দেবব্রত ভট্টাচার্য্যরে শয্যাপাশে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সিলেট বিভাগ, জেলা, মহানগর ও যুব কিশোর সংসদ এর নেতৃবৃন্দ।
গত ২রা মার্চ রবিবার সকালে সিলেট নগরীর দাড়িয়ারপাড়াস্থ তার বাসায় তাকে দেখতে যান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন এবং বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সিলেট বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্ত্তী জুয়েল এর নেতৃত্বে ৩৫,৫০০ টাকা গুরুতর অসুস্থ দেবব্রত ভট্টাচার্য্যরে পরিবারের হাতে তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সিলেট জেলা সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংকার বিষ্ণু প্রসাদ ভট্টাচার্য্য, প্রধান সমন্বয়ক অমৃত রাম ভট্টাচার্য্য, সহ সভাপতি বকুল চন্দ্র চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক শ্যামাকান্ত চক্রবর্ত্তী, সাংগঠনিক সম্পাদক কামনাশীষ চক্রবর্ত্তী প্রমুখ।
প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বছরের ৩০ অক্টোবর এক মর্মান্তিক মটর সাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে কিছু দিন ঢাকায় চিকিৎসা নেন। কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। অসুস্থ প্রভাষক দেবব্রত ভট্টাচার্য্যকে বাসায় রেখে অর্থাভাবে সীমিত পরিসরে চিকিৎসা চলছে।
নেতৃবৃন্দ সমাজের দানশীল ব্যক্তিদেরকে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহবান জানান। অন্যথায় একজন প্রতিশ্রুতিশীল কলেজ শিক্ষককে পঙ্গুত্বকে বরণ করে নিতে হবে। বিজ্ঞপ্তি