১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৬:২৩

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী পাকিস্তান

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭১ বার পঠিত

 

পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব (এশিয়া ও প্রশান্ত মহাসাগর), রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী, পররাষ্ট্র সম্পর্ক, বাণিজ্য, সংস্কৃতি, ভিসা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা ও জোরদার করার জন্য বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে, উভয়পক্ষ পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। তারা সম্পর্কের ইতিবাচক গতিপথ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সহযোগিতা আরও বাড়ানোর জন্য কাজ করতে সম্মত হন। বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, ক্রমবর্ধমান গতিশীলতা স্বীকার করে এবং আরও সম্প্রসারণের সম্ভাবনা অন্বেষণ করেন।

রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমানের সঙ্গেও বৈঠক করেন, যেখানে সঙ্গীত, সিনেমা, নাটক, যুব বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগসহ সাংস্কৃতিক সহযোগিতার উপায়গুলো অন্বেষণ করা হয়। উভয়পক্ষ দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সঙ্গে বৈঠকে, উভয়পক্ষ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ভ্রমণ সহজ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর জন্য বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo