সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-১৬৬৯ এর অন্তর্ভুক্ত কানিশাইল ১০ নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল ও আলোচনা সভা গত ১০ মার্চ সোমবার বিকালে নগরীর কানিশাইলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
রিক্সা শ্রমিক নেতা আবুল হোসেন এর সভাপতিত্বে ও রাসেল আহমদের পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। বক্তব্য রাখেন সাবু মিয়া, জুয়েল আহমদ, দেলোয়ার হোসেন, আবুল কাশেম, খালেদ নূর প্রমুখ। ইফতার মাহফিলে ১০নছ শাখার রিক্সা শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির আবু বক্কর সিদ্দিক বলেন, রমজান মাস তাকাওয়া অর্জনের মাস। তাকাওয়ার অর্জনের মাধ্যমেই আমরা সব ধরনের ফিতনা থেকে মুক্তি পেতে পারি। শ্রমজীবীর মেহনতী রিক্সা শ্রমিকগণের মধ্যে তাকওয়া রয়েছে। এই তাকওয়া ধরে রেখে ঐক্যবদ্ধ হয়ে সমাজকে পরিবর্তন কাজ করতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। তিনি বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে রমজান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাই। বিজ্ঞপ্তি