১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৯:৩০
সংবাদ শিরোনাম

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫৩ বার পঠিত

সম্পাদকীয়

এলো পবিত্র রমজান মাস। আরবি ক্যালেন্ডার অনুসারে, ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বহুল কাঙ্ক্ষিত সময়। রমজানের পবিত্রতা সকলের অন্তর ছুঁয়ে যাক।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। মুক্তিযুদ্ধের সকল যোদ্ধা, শহীদ ও বীরাঙ্গনার প্রতি বিনম্র শ্রদ্ধা। আন্তর্জাতিক পরিমণ্ডলে এ মাস বিশেষ তাৎপর্যপূর্ণ। ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারী-পুরুষনির্বিশেষে সবার জীবনের প্রতিটি স্তরে বিশেষ এ দিবসের তাৎপর্য অর্থপূর্ণ হয়ে ধরা দিক, এই কামনা রইল।

অসংখ্য রহমতের বারতা নিয়ে মুসলিম উম্মাহর দ্বারে সমাগত মাহে রমজান মোবারক। প্রিয়নবী হুযূর পাক সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম রজব মাস থেকে মাহে রমজানের ইবাদত-বন্দেগী করার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতেন। তাই আমাদেরও আসন্ন পবিত্র রমজান মাসকে ইবাদত-বন্দেগী, ক্বোরআন তিলাওয়াত, দান-সদকা ইত্যাদি পূণ্যময় কাজ করার দৃঢ় মানসিকতা গ্রহণ করতে হবে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, রমযান মাস আসার পূর্ব থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য দিন দিন বৃদ্ধি পেতে থাকে। সরকারের পক্ষ হতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও এক শ্রেণির অসৎ ব্যবসায়ীর অন্যায় কারসাজীর কাছে সরকার অসহায়।

অতএব এসব অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট এর বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আমাদের দেশে দেখা যায় রমজান মাসকে কোন মুসলমান নারী-পুরুষ ঈদ উদ্যাপনের প্রস্তুতির মাস মনে করে ঈদ উদযাপনের দিকে অধিক মনোনিবেশ করার ফলে রমজান মোবারকের মূল্যবান সময়কে হেলা-ফেলায় নষ্ট করে দেয়। তাই রমজান মাস আসার পূর্বেই ওইসব জাগতিক কাজগুলো সেরে নিয়ে মাহে রমজানকে ইবাদতে ব্যয় করাই হবে বুদ্ধিমানের কাজ। এছাড়াও বর্তমান দুর্মূল্যের বাজারে গরীব দুঃস্থ মুসলিমদের রোজা পালনের সুবিধার্থে ধনাঢ্য সচ্ছল ব্যক্তিবর্গ নিজ নিজ প্রতিবেশী আত্মীয়-স্বজন যারা অভাবী তাদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করলে তারা নিশ্চিন্ত ও প্রশান্ত মনে রোজা পালন করতে পারবেন। তাই এ ব্যাপারে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে।

সারা দিন সিয়াম সাধনার পর প্রথম আহারপর্ব হিসেবে ইফতার খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ের খাদ্যতালিকায় স্বাস্থ্যসচেতনতা ও সুস্বাদের সমন্বয় ঘটাতে পারলে দারুণ হয়! ফুড সেগমেন্টের শুরুতে তাই হাজির করা হলো এমন পাঁচটি বিশেষ রেসিপি। রোজার আরব্য খাবার, পারস্য সভ্যতার খাদ্যের ইতিহাসে আলোকপাত, পানিশূন্যতা কাটাতে পুষ্টিবিদের পরামর্শসহ নিয়মিত বিভাগগুলোও সেজেছে এই সেগমেন্টে।

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে পবিত্র রমজানের। মানবজীবনে নাজাতের তাৎপর্যের ওপর আলো ফেলা হলো এবারের এডিটর’স কলামে। লাইফস্টাইল সেগমেন্টে আরও রয়েছে দেশি করপোরেট জগতের একজন সফল নারী ব্যক্তিত্বের একান্ত জীবনের গল্প, নারীস্বাস্থ্য উন্নয়ন উপযোগী শরীরচর্চার দিকনির্দেশনা, বর্ডারলাইন পারসোনালিটি নামক মনোব্যাধি সারাইয়ের বিশেষজ্ঞ পরামর্শ, বর্ণবিদ্বেষ দূরীকরণ দিবসের প্রেক্ষাপট অনুসন্ধান ইত্যাদি।

আল্লাহ্ পাক বান্দার পাপরাশি ক্ষমার জন্য এমন কিছু ফজিলতপূর্ণ রজনী দিয়েছেন যে রাত সমূহে ইবাদতের মাধ্যমে বান্দা তার জীবনের সমস্ত গুনাহ্ হতে ক্ষমা লাভের সুযোগ পায়। ওই রাতে আল্লাহ্র অবারিত রহমত বর্ষিত হতে থাকে। আল্লাহর অশেষ অনুগ্রহ প্রাপ্তির বরকতময় রজনীর মধ্যে পবিত্র লাইলাতুল কদর অন্যতম। আসন্ন লায়লাতুল কদর ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমাদের গুনাহ্ মাফের তৌফিক দান করুন এ কামনা করছি।

সবার জীবন সুন্দর হোক

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo