আমাদের ছোট গায়ে ঘুম ভাঙায় পাখিরা
সকালের সোনা রোদ মেলে দেখে আঁখিরা
পাখিদের ডাক শুনে জানালাটা খুলতে
ভোরের আলো হানা দেয় পর্দাটা তুলতে।
ঘুঘু পাখি ডেকে যায় নিঝুম এক দুপুরে
বাতাসেতে সুর তুলে পাতাদের নুপুরে
ঝিঁঝিঁদের আড্ডাটা ঘন গাছের ছায়াতে
চারদিক ঘিরে থাকে অপরুপ মায়াতে।
কলমীর ফুলে ফুলে প্রজাপতি উড়ে যায়
ধান শালিক খঞ্জনা ঐ দুরে ঘুরে যায়
শাপলায় ঝিল হাসে ফানা ভাসে পুকুরে
নাই রুপের খাদ নাই নাই এত টুকুরে।
বাতাসে দোল খায় ফসলের মাঠেরে
সূর্যটা ছায়া ফেলে ডুবে যায় পাঠেরে।
পাখিদের গানে গানে গোধুলীতে ধরে রঙ
সন্ধ্যায় জোনাকীরা ঘুরে ফিরে করে ঢঙ
ঘরে ঘরে দ্বীপ জ্বলে আমাদের গায় রে
কবি মন সেই গায়ে ফিরে যেতে চায় রে।