১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৯:৩০
সংবাদ শিরোনাম

কওমি মাদ্রসা নিয়ে ড. ইসমাইল আজহারীর মুক্ত অভিমত

Dr Ismail Azhari
  • আপডেট রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৪৪ বার পঠিত
কাওমী মাদ্রাসার আলেমরা কোনো ভাবেই চায় না, তাদের ছাত্ররা রাষ্ট্রের সেবা করুক, তারা কেবল চায়, তাদের ছাত্ররা মসজিদ মাদ্রাসার ইমাম হোক, কিংবা মুয়াজ্জিন, অথবা দাওরা শেষ করে বিদেশ চলে যাক। তারা চায়না যে, তাদের ছাত্ররা ব্যবসা করুক, পুলিশ হোক, সেনাবাহিনীর অফিসার হোক, এইটা তারা চায় না, মানে রাষ্ট্রের কোনো কাজেই লাগেনা এই কাওমী মাদ্রাসার আলেমরা, রাষ্ট্রের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, সব সেক্টরে কাজ করার মত শারিরীক ভাবে শক্তিশালী অনেক কাওমী আলেম উলামা আছেন, কিন্ত তাদের শিক্ষকরা মনে করেন, এসব দুনিয়াবি কাজ, আর দুনিয়ার পিছনে যারা ঘুরে, তারা একেকটা কুকুর, মানে হাদীসের অপব্যাখ্যা দাড় করায়….
রাষ্ট্র যন্ত্রে ৩লাখ পুলিশ আছে, যারা সবাই স্কুল থেকে গিয়েছে, একটু চিন্তা করুন, যদি কোর’আন হাদীস জানা লোক এসব প্রফেশনে ডুকতো, তাহলে দূর্নীতি কিছুটা হলেও কমতো, কাওমী মাদ্রাসার দাওরা হাদীস কে সরকার মাস্টার্সের স্বীকৃতি দিয়েছে, আলেমরা আন্দোলন করেছে, তাই স্বীকৃতি দিয়েছে, কিন্ত SSC, HSC, Honours, এসব সমমান এর কোন স্বীকৃতি নাই, তাহলে একটা ছেলে যার SSC, HSC, Honours /বা সমমানের কোন স্বীকৃতি নাই, সে ছেলে মাস্টার্সের স্বীকৃতি দিয়ে কি করবে? না কোন ভার্সিটিতে ভর্তি হতে পারে, না কোনো প্রতিযোগিত মূলক পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারে, নাথিং…
দাওরা হাদীস মাস্টার্স হলে তার আগের কোন শ্রেণীকে graduation স্বীকৃতি দেওয়া দরকার, কিন্ত কাওমী বোর্ড বলে, আমাদের graduation /HSC/SSC স্বীকৃতি দরকার নাই, আমরা শুধু মাস্টার্সের স্বীকৃতি চাই, কি এক মাথা মোটা কথাবার্তা, আমি এক আলেমকে জিজ্ঞাস করলাম, হযরত, SSS, HSC, অনার্স বাদ দিয়ে কেবল মাস্টার্স কেন চাইতেছেন? তিনি উত্তর দিলেন, SSC, HSC স্বীকৃতি নিলে আমাদের মাদ্রাসায় দাওরার বছর ছাত্র কমে যাবে, পোলাপান কাওমীতে SSC, HSC সমমান শেষ করে ভার্সিটিতে চলে যাবে, তখন আমরা ছাত্র কম পাবো-এই মাথামোটাদের কথা শুনে মেজাজটাই খারাপ হয়ে যায়, কাওমীতে একটা ছেলে HSC সমমান পড়ে ভার্সিটিতে গেলে তো কাওমীর দাম কমে যাচ্ছেনা, বরং বাড়বে, একই ক্লাসে যদি ২০ জন ছাত্র থাকে, হয়তো ১০ জন ভার্সিটিতে যাবে, বাকি ১০ জনকে আপনি ভালো ভাবে আলেম বানান, আপনি জোর করে ১০০ জনের ১০০ জনকে আলেম বানাতে হবে কেনো?
HSC সমমান বা শরহে বেকায়া পর্যন্ত পড়ার পর তাদের নিজের সিদ্ধান্ত নেওয়ার মত বুঝ আছে, তখন কাওমীতে শরহে বেকায়ার যদি সরকারি স্বীকৃতি থাকতো, তাহলে এই ছাত্ররা ভার্সিটিতে গিয়ে অনার্স /মাস্টার্স শেষ করে কেউ একদিন সচিব হতো, কেউ আইনজীবী, কেউ পুলিশ৷ কেউ আর্মি অফিসার, কেউ ম্যাজিস্ট্রেট, শরহে বেকায়া পর্যন্ত পড়া একটা ছেলে ম্যাজিস্ট্রেট হলে এইটা কি ইসলামের সেবা হবেনা? নাকি শুধু ওয়াজ মাহফিল করে উল্টাপাল্টা চিল্লাইলে ইসলামের সেবা হবে? আপনারা কেনো কাওমী মাদ্রাসার ছাত্রদের HSC equivalent এর স্বীকৃতির জন্য দাবী জানাচ্ছেন না?
কেনো রাষ্ট্র গঠনে কাওমী শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দিচ্ছেন না.. কাওমী শিক্ষার্থীদের পুরো কুপের ব্যাঙ বানাই রাখলেন কেনো? ১০০ বছর আগের পৃথিবী আর এখনকার পৃথিবী এক না– সব নতুন করে ভাবতে হবে,
কাওমী আলেমরা দেশের অবিচ্ছেদ্য অংশ, কিন্ত দুঃখজনক হলেও সত্য, ওনাদেরকে মাসজিদ মাদ্রাসা ছাড়া আর কোথাও পাওয়া যায়না, যার কারণে পুরো রাষ্ট্রযন্ত্র দূর্নীতিতে ভরপুর, আর এইটাও কেমন কথা, একটা ছেলের SSC, HSC, Honours equivalent নাই৷ কেবল মাস্টার্স স্বীকৃতি, তাই এই লাইনটাতে এখন কাজ করা দরকার, কাওমীতে সংস্কার করা অপরিহার্য।
কাওমীর HSC equivalent স্বীকৃতি না থাকায় আমাকে কাওমীতে ১৫-১৬ বছর পড়ে পুনরায় আবার স্কুল কলেজ থেকে SSC, HSC শেষ করে পরে মেডিকেলে আসতে হয়েছে, আমি মেডিকেল থেকে MBBS শেষ করে এখন ডাক্তারদের মধ্যে কোর’আন শিক্ষা নিয়ে কাজ করতেছি, ডাক্তারদের মধ্যে GP practice নিয়ে কাজ করতেছি CCR medical academy, CCR Quran Academy এর মত দুইটা অর্গানাইজেশন গঠন করেছি, ৮-১০ হাজার ডাক্তার আমার বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেছেন, ৫০০+ ডাক্তার কোর’আন শিখেছেন, আমি তো এখনো কাওমী ওন করি, কাওমী মাদ্রাসা আমাকে শিখিয়েছে আল্লাহর প্রতি তাকওয়া, কাওমী মাদ্রাসা আমাকে শিখিয়েছেন আল্লাহর রাসূলের পরিচয় ও ইনসাফ৷ আমি চাই, আমার আরো হাজার কাওমী ভাই এগিয়ে আসুক রাষ্ট্রের বিভিন্ন কাজে। রাষ্ট্রগঠনে সবাই অংশ গ্রহণ করুক। এতে কাওমীর ছাত্র কমবেনা, বরং বাড়বে।
কেউ ভুল না বুঝে এইটা নিয়ে একটু চিন্তা করুন।
Dr Ismail Azhari
MBBS, MRCP part-1 ( London UK)
SMLE (KSA)
Masters in Hadith : Hathazari Arabic University
Faculty of Islamic science : Al Azhar University
Founder : CCR Medical Academy
Founder : CCR Quran Academy

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo