গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির সিলেট মহানগর। গত মঙ্গলবার (৮ এপ্রির ২০২৫) ইসলামী ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এর নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ, জেলা পশ্চিম সভাপতি মনিরুজ্জামান পিয়াস, সিলেট মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, শাবিপ্রবি সেক্রেটারি মাসুদ রানা তুহিন।
বিক্ষোভ মিছিল নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে আম্বরখানায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
গাজায় গণহত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সিলেট মহানগর শিবির সভাপতি শাহীন আহমদ বলেছেন, ‘মুসলমানদের ওপর গণহত্যায় নিরব-নিশ্চুপ থাকে এমন জাতিসঙ্ঘ কিংবা ওআইসি’র কোনো প্রয়োজন নেই।’