বাংলাদেশের শিল্প সাহিত্য চর্চায় পোয়েটস ক্লাবের বলিষ্ঠ ভূমিকা রয়েছে
—-ডক্টর শাহেদ মন্তাজ
বাংলা একাডেমীর উপপরিচালক কবি ডক্টর শাহেদ মন্তাজ বলেছেন, বাংলাদেশের শিল্প সাহিত্য চর্চায় বাংলাদেশ পোয়েটস ক্লাবের বলিষ্ঠ ভূমিকা রয়েছে, তা অবশ্যই মহতী উদ্যোগে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের নিয়মিত সাহিত্য আড্ডা, ঢাকা শিল্প কলা মাঠে পোয়েটস ক্লাবের সাহিত্য আড্ডা, রাজধানীতে প্রতিবছর জাতীয় সাহিত্য সম্মেলন আয়োজন, দেশের বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান ও স্থাপনা পরিভ্রমণ এবং পাহাড় পর্বত আরোহন শীর্ষক সাহিত্য পর্যটন মিশন, সময়ে সময়ে বিশেষ বিশেষ ক্ষেত্রে সভা সেমিনার আয়োজন করে বাংলাদেশ পোয়েটস ক্লাব যে রেকর্ড সৃষ্টি করতে সক্ষম হয়েছে, তা জাতির শিল্প সাহিত্য চর্চায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসাবে গণ্য করা আবশ্যক।
গত ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট জেলা কমিটি আয়োজিত ঈদ পুনর্মিলনী উৎসবে প্রধান আলোচকের বক্তব্যে ডক্টর শাহেদ মন্তাজ উপরোল্লিখিত কথা গুলো বলেন।
কবি এম এ আলী জালালাবাদী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি কর্নেল সৈয়দ আলী আহমদ। উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হাসমত উল্লাহ। সংবর্ধিত অতিথি ছিলেন মরমী সাধক ফরমান আলী। বক্তব্য রাখেন ছৈফাগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এম এ রউফ, সময়ের ভাবনা গ্রন্থের লেখক প্রাবন্ধিক মোহাম্মদ ছয়েফ উদ্দিন, বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট মহানগর সভাপতি কবি ধ্রুব গৌতম।
কবি কামাল আহমদ ও কবি মাসুদা সিদ্দিকা রুহীর যৌথ উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন বাংলাদেশ পোয়েটস ক্লাব সুনামগঞ্জ জেলা সভাপতি কবি আব্দুল আজিজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কবি সাহিনা জালালী পিয়ারা, সিলেট জেলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক কবি তালেব হোসেন, কবি মিফতাহ উদ্দিন লাভলু, কবি নুরুদ্দিন রাসেল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা চৌধুরী, জেলা সমন্বয়ক মোঃ রিপন মিয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক গীতিকার জাহাঙ্গীর আকবর, মহিলা সম্পাদক কবি সুরাইয়া পারভীন লিলি, সহ সাংগঠনিক সম্পাদক কবি নাছরিন সুলতানা, তথ্য সম্পাদক কবি জালাল জয়, প্রচার সম্পাদক কবি এমরান ফয়সাল প্রমূখ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে মরমী সাধক ফরমান আলী সঙ্গীত পরিবেশন করেন।
এছাড়া লেখক মোহাম্মদ ছয়েফ উদ্দিন রচিত সময়ের ভাবনা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির উপপরিচালক ডক্টর শাহেদ মন্তাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কর্নেল (অব) সৈয়দ আলী আহমদ তাঁর বক্তব্যে পোয়েটস ক্লাবের প্রয়াত মহাপরিচালক তাজুল ইসলাম বাঙালিকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বাঙালি ভাই আমাকে প্রায় দেড় যুগ আগে এই শহীদ মিনারের সাহিত্য আড্ডায় আমন্ত্রণ করে এনেছিলেন, আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সিলেট মহানগর সভাপতির স্মৃতি চারণ মূলক বক্তব্য শুনে সংগঠনের অনেক নেতা কর্মীর চোখে জল টলমল করছিল। বিজ্ঞপ্তি