সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলনের সুস্থতা কামনা করে শান্তিগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার পর আক্তাপাড়া মিনাবাজার জামে মসজিদে দরগাপাশা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন, যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাবুল, বিএনপি নেতা হোসেন আহমদ, ছালেক মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদল সভাপতি ছালিক আহমেদ, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি শেখ শামসুদ্দিন, সাধারণ সম্পাদক আকলুছ মিয়া, সহ সাধারণ সম্পাদক লিটন তালুকদার, উপজেলা ছাএদল নেতা আল আমিন, ছাএদল নেতা জাহেদ আলম, ইমদাদ হোসেন ইমন প্রমুখ।
মিলাদের পর কলিমউদ্দিন আহমেদ মিলনের রোগমুক্তি ও দীর্ঘ আয়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।