১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৪:৫৮

সিলেট জেলা কর আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি সিরাজুল ও সম্পাদক শিপু

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৬১ বার পঠিত

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ।

নির্বাচনে সমিতির ২৮৭ জন সদস্যদের মধ্যে ২৪৩ জন সদস্য তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। নির্বাচনে ৬টি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচনে সভাপতি পদে সিরাজুল হুসেন আহমদ (আলমগীর), সহ-সভাপতি পদে গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফজলুর রহমান শিপু, যুগ্ম সম্পাদক-০১ পদে অজিত কুমার রায়, সহ-সম্পাদক পদে মোসা. ইসরাত জাহান নিপা, নির্বাচন কমিশনার পদে সদরুল হাসান চৌধুরী নির্বাচিত হন। ইতিপূর্বে যুগ্ম সম্পাদক-২ পদে মোহাম্মদ জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ পদে প্রভাত চন্দ্র দেবনাথ, সমাজ কল্যাণ সম্পাদক পদে সৈয়দ আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক পদে মওদুদ আহমদ এবং সদস্য পদে মো. সোলেমান হোসেন খান, মো. রফিকুল হক, মৃত্যুঞ্জয় ধর ভোলা অ্যাডভোকেট, মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, মো. আবুল ফজল, সুব্রত কুমার রায়, মো. হাছনু চৌধুরী, কাউছার মাহমুদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণা শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আজমল হোসেন অ্যাডভোকেট সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৫ সেশনের নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এসময় সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. ইফতিয়াক হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন।

নির্বাচন চলাকালে পরিদর্শন করেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত, যুগ্ম কর কমিশনার সাঈদ ফাহাদ আল করিম, উপ কর কমিশনার (প্রশাসন) গোলাম কিবরিয়া, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এডভোকেট, সাবেক সভাপতি এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন এডভোকেট, অশোক পুরকায়স্থ এডভোকেট, সাধারণ সম্পাদক জুবায়ের বখত জুবের এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম এডভোকেট, হোসেন আহমদ এডভোকেট, মাহফুজুর রহমান এডভোকেট, গোলাম ইয়াহহিয়া চৌধুরী সুহেল এডভোকেট, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। ফলাফল ঘোষণা শেষে ২০২৫ সালের বিজয়ী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা অ্যাডভোকেট ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আকাশ বাংলা ডটকম/একেজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo