১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩০

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের বার্ষিক ক্রীড়ার উদ্বোধন

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত

রাষ্ট্রকে পরিপূর্ণ ভাবে সম্মুখে অগ্রসর করতে নারী শিক্ষা শতভাগ নিশ্চিত করতে হবে
———খান মোঃ রেজা-উন-নবী

সিলেটের বিভাগীয় কমিশনার ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের পরিচালনা পরিষদের সভাপতি খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, দেশের সামগ্রিক শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালে দেখা যায়, মেয়েরা ব্যাপক ভাবে শিক্ষার দিকে দাপিত হচ্ছে। তিনি বলেন, মেয়েরা রাষ্ট্রের সকল পর্যায়ে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রকে পরিপূর্ণ ভাবে সম্মুখে অগ্রসর করতে নারী শিক্ষা শতভাগ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নারী শিক্ষায় মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের শিক্ষা কার্যক্রমের অবদান অনস্বীকার্য। প্রতিষ্ঠানের নামের সাথে রয়েছে আদর্শ, সেই আদর্শবান হয়ে শিক্ষার্থীরা মনোযোগী লেখাপড়া করলে জাতীয় ভাবে অবদান রাখা সম্ভব। তিনি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, বুদ্ধিভিত্তিক ও পরিপূর্ণ মানুষ হিসেকে গড়ে তোলতে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রীড়াঙ্গনে জাতীয় ভাবে মেয়েদের অবদান রয়েছে। এই অবদানকে অনুস্মরণ করে শিক্ষার্থীদেরকে লেখাপড়া পাশাপাশি খেলাধুলায় পারদর্শি হওয়ার আহবান জানান।

বিভাগীয় কমিশনার গতকাল ২৭ জানুয়ারি সোমবার সকালে নগরীর শামীমাবাদ এলাকায় মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে এবং বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতার আহবায়ক, কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোঃ এনামুল হক চৌধুরী সোহেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহিন, কলেজের উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, ইংরেজি বিভাগের প্রধান পার্থ সারথি নাগ প্রমুখ। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বেলুন উড়িয়ে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতি প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি

আকাশ বাংলা ডটকম/একেজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo