১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৬:২৯

শাবিপ্রবির “কুমিল্লা স্টুডেন্ট’স এসোসিয়েশনে” এর নতুন কমিটি গঠন

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এ অধ্যয়নরত কুমিল্লা জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন “কুমিল্লা স্টুডেন্টস এসোসিয়েশন, সাস্ট” এর ৪র্থ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

গত রবিবার (২৬ জানুয়ারি ২০২৫) আনুষ্ঠানিক ভাবে এই কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির মাধ্যমে সংগঠনটির সভাপতির দায়িত্বে এসেছেন বিশ্ববিদ্যালয়টির সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদকের দায়িত্বে এসেছেন ব্যাবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর আহমেদ। বিশ্ববিদ্যালয়টির ছাত্রকল্যাণ উপদেষ্টা একই সাথে সংগঠনটির প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া সহ সাত(৭) জন শিক্ষক উপদেষ্টার স্বাক্ষর সংবলিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এর মাধ্যমে এই কমিটি ৩য় কার্যকরি কমিটির স্থলাভিষিক্ত হল এবং সংগঠনের দায়িত্ব বুঝে নিল। উক্ত কমিটি আগামী ছয়(৬) মাসের জন্য কার্যকর থাকবে।

নতুন কমিটিতে সভাপতি: মো: তৌহদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ফাহিম আল-ইমরান, কাওসার আলম, অমিত ভৌমিক, গাজী শাহীন আহমেদ, ইমতয়িাজ আহমদে সাব্বরি, সাধারণ সম্পাদক মোঃ সাগর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, তাসমিয়া আরেফিন, নাফসিা রাইসা, সাংগঠনকি সম্পাদক জুবায়ের আহমেদ, সহ – সাংগঠনকি সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ খোরশেদ বিন রফিক, সহ-কোষাধ্যক্ষ সামসুল সায়ান, দফতর-সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-দফতর সম্পাদক নাজমুল ইসলাম অর্নব, প্রচার সম্পাদক কাজী আসাদুজ্জান, সহ-প্রচার সম্পাদক শহিাবুল হক, আইটি সম্পাদক শাহরিয়া খালেদ, সহ-আইটি সম্পাদক তাসদিক বিন ইউসুফ, সাংস্কৃতিক সম্পাদক রামিশা মাহমুদা, সহ-সাংস্কৃতিক সম্পাদক তাসমিয়া হক জেরিন, প্রকাশনা সম্পাদক মাহমুদুল হক ফাহিম, সহ-প্রকাশনা সম্পাদক সাইফুর ইসলাম নীরব, শিক্ষা ও গবেষনা সম্পাদক অনন্যা দে, সহ- শিক্ষা ও গবেষনা সম্পাদক সাজ্জাদুল ইসলাম জুবরেী, ক্রীড়া সম্পাদক খালেদ সাইফুল্লা, সহ-ক্রীড়াসম্পাদক আরফেনি, সমাজসেবা সম্পাদক আসিফুর রহমান, সহ-সমাজসেবা সম্পাদক আহমেদ সবুজ, মিডিয়া সম্পাদক ইকরা আক্তার, সহ-মিডিয়া সম্পাদক আবু বক্কর, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারহানা সাবরনিা প্রয়িা
সহ-মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শরিফুল, কার্যকরী সদস্য মোহাম্মদ হোসেন, মো: আজমাইন আরাফ তুহিন, তানভীর ইসতিয়াক, তাসফিয়া ফারহানা ঐশি, ওমর আবদুল্লা, হুমায়রা ইসলাম, মারুফা আলম মুন, ইয়াকুব ভূঁইয়া

নতুন কমিটি কুমিল্লা জেলার শিক্ষার্থীদের একত্রিত করে তাদের কল্যাণে কাজ করে যাবেন। একইসাথে, শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, বিভিন্ন কর্মকাণ্ডের আয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখবেন বলে জানিয়েছেন।

নতুন কমিটির ঘোষণায় শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, নতুন কমিটি তাদের আশা অনুযায়ী কাজ করবে এবং কুমিল্লা জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে এবং তাদের সফল কার্যক্রমের জন্য শুভকামনা জানিয়েছে।

এর আগে উক্ত সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন “এ” এর মিনি অডিটরিয়ামে গত সোমবার (২০ জানুয়ারি ২০২৫) বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা থেকে আগত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন করে। এর মাধ্যমে সংগঠনটি কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত.২০২৩-২৪ সেশনের মোট ৬৫ জন শিক্ষার্থীকে বরণ করে নেয়।

আকাশ বাংলা ডটকম/একেজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo