সিলেট এয়ারপোর্ট মংলিপার কেন্দ্রীয় জামে মসজিদের ২০২৫-২০২৮ইং ৪ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গত শুক্রবার পঞ্চায়েত এর সর্বস্তরের মুসল্লী ও জনগণের উপস্থিতি এবং মতামতের ভিত্তিতে মংলিপার কেন্দ্রীয় জামে মসজিদের গঠন করা হয়।
কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন- মুতাওয়াল্লী- হাজী জুনেদ আহমেদ, সেক্রেটারী- মুহিবুর রহমান (মুহিব), ক্যাশিয়ার- হাজী আব্দুল কাদির (শুকুর মিয়া), সদস্য সুরুজ মিয়া, সিরাজ মিয়া, নুর মিয়া মানু, হাফিজ আলী, সুনু মিয়া, সানুর মিয়া, হাবিবুর রহমান পংকি, হাবিবুর রহমান হবি, আব্দুল নুর মিয়া, আক্তার হোসেন, জুনেদ আহমদ, আরিফ হাসান, মাওলানা আবিদুজ্জামান।
সভায় মসজিদের উন্নয়ন কল্পে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি
আকাশ বাংলা ডটকম/একেজে