১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৩
সংবাদ শিরোনাম

বাংলাদেশে গণতন্ত্র চায় না ভারত: ফারুক

আকাশবাংলা ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩ বার পঠিত

ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র চায় না ভারত। ভারত যদি গণতন্ত্র চাইত তাহলে ২০১৪ সালের নির্বাচনে শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসতে পারতো না।

‌বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে  বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিব্রতকর বক্তব্যের প্রতিবাদে নাগরিক সমাবেশ তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদীন ফারুক বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের কয়েকদিন আগে সম্পদ লুণ্ঠনের জন্য ভারতের সৈনিকরা বাংলাদেশের প্রবেশ করেছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এর বিজয় বাংলাদেশের জনগণের। এ দেশের সাধারণ মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে বিজয় লাভ করেছে। আমরা না খেয়ে ত্রিপুরা, মেঘালয় অবস্থান করে বাংলাদেশে এসে  যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি।

তিনি বলেন, ভারত বাংলাদেশে গণতন্ত্র চায় না। ভারত যদি গণতন্ত্র চাইত তাহলে ২০১৪ সালের নির্বাচনে শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসতে পারতো না। মমতা, প্রিয়াঙ্কা তাদেরও তলে তলে ব্যথা আপনারা কেন মোদিকে সমর্থন করেন? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান। যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এটা চান।

তিনি বলেন, শেখ হাসিনা এ দেশকে যেভাবে শোষণ করা শুরু করেছিল তার ফলশ্রুতিতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে শেখ হাসিনার পতন হয়। সে পালাতে বাধ্য হয়। অন্তর্বর্তী সরকার হিসেবে ড. ইউনূস ক্ষমতা গ্রহণ করেন।

চট্টগ্রামের সার্কিট হাউজে শহীদ জিয়ার হত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত মন্তব্য করে বিএনপি এ নেতা বলেন, আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিরোধী দলের সাবেক এ চিফ হুইপ বলেন, ড. ইউনূস আপনাকে আমরা এখনো বিশ্বাস করি। বিশ্বাসের ঘরে আগুন লাগার জন্য ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। ড. ইউনূসকে বলবো আপনি জুলাই ২০২৫ না ২০২৬ নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা  করুন। দেশের বিরুদ্ধে সব  ষড়যন্ত্র প্রতিহত করতে হলে একটি নির্বাচিত সরকার গঠন করা জরুরি।

তিনি বলেন, আদালতকে ধন্যবাদ তারা জানতে চেয়েছে কীভাবে ওবায়দুল কাদের দেশ ত্যাগ করেছেন। যারা আয়নাঘর বানিয়েছে মানুষকে নির্যাতন করেছে তারা কীভাবে দেশ ত্যাগ করেন।  

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান ও বগুড়ার সাবেক এমপি নুর আফরোজ জ্যোতি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo