বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার প্রত্যাশায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা শ্রমিক দল।
গত বৃহস্পতিবার বার বাদ আসর হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য এম. আসকির আলী, সিলেট জেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সোরমান আলী, সদস্য সচিব মোঃ নূরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহ আব্দুল মুকিত, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক, বিএনপি নেতা মুহাইমিনুল ইসলাম সুহেল, আব্দুল হান্নান, আব্দুল লতিব খান, শেখ কামাল আহমদ, সাজ্জাদ মিয়া, মোঃ রাজ্জাক মিয়া, জেলা শ্রমিক দল সদস্য জুমেল আহমদ জুমেল, ফয়সল আহমদ টিপু, রুকনুজ্জামান, শেখ রাসেল, নিজাম উদ্দিন, শ্রমিক দল নেতা স্বপন চৌধুরী, অপু চৌধুরী, আব্দুল গফফার, হেলাল আহমদ, জাকির আহমদ, রাসেদ আহমদ, আলমগীর হোসেন, ইকবাল আহমদ প্রমূখ।
মিলাদপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় এম. আসকির আলী বলেন, এম ইলিয়াস আলী আমাদের জাতীয় নেতা, দেশের বর্তমান প্রেক্ষাপটে তার মতো শক্তিশালী জননেতার সবচেয়ে বেশি প্রয়োজন। পতিত স্বৈরাচার হাসিনার গুম নামক কারাগার থেকে অসংখ্য মানুষ ফিরে এসেছে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের প্রিয় নেতাও ফিরে আসবেন। এই দোয়া মাহফিল থেকে এ দেশের মাটি মানুষের প্রিয়নেত্রী দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজলুম দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দির্ঘায়ু কামনা করি। মাহফিলে দোয়া পরিচালনা কমিটির মাওলানা আতাউর রহমান। বিজ্ঞপ্তি