সিলেটের অন্যতম নারীশিক্ষা প্রতিষ্ঠান নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে আজ (০৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার সমাপ্ত হলো সরকার ঘোষিত পাঁচ সপ্তাহ ব্যাপি ফ্যাসিবাদ বিরোধী তারুণ্য উৎসব ও নূরজাহান বেগমের ৫২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা।
কলেজ অধ্যক্ষ মো: নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং কলেজের বাংলা বিভাগের প্রধান এম. এ আজিজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “০৫ আগস্টের পূর্বে যেসব শিক্ষার্থী, শিক্ষক, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পতিত ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে শরিক ছিলেন তাঁদেরকে গুণিজন হিসেবে সব সময় সম্মানের আসনে রাখতে হবে এবং ফ্যাসিবাদের দোসরদেরকে প্রত্যেক জায়গা থেকে উৎখাত করে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে হবে। ”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির দাতা সদস্য নাজমুল হোসেন, যুব নেতা মাহবুব আলম, শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক এম. এ বায়েছ, সহকারী অধ্যাপক এম. এ জলিল, সহকারী অধ্যাপক রোমানা সুলতানা, সহকারী অধ্যাপক শিরিনা বেগম, সহকারী অধ্যাপক র. ম বাবর, সহকারী অধ্যাপক লাকি বেগম, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির জুয়েল, সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন চৌধুরী, সহকারী অধ্যাপক রাহিমা আক্তার, প্রভাষক জসিম উদ্দিন, প্রভাষক নাসরিন আক্তার, প্রভাষক সুমনা আক্তার, প্রভাষক মোবারক হোসেন, প্রভাষক পাপিয়া ভট্টাচার্য, প্রভাষক খালেদা সুলতানা, প্রভাষক তামান্না আফরিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন প্রভাষক ইমান আলী ইমন।