আকাশ বাংলা ডেস্ক: সাহিত্য ও সমাজ একে অপরের পরিপূরক। সমাজের সমসাময়িক বিষয় নিয়েই সাহিত্য রচিত হয়। সাহিত্যে বরাবরই সমাজ ছিল, আছে, থাকবে। সাহিত্যে যেমন সমাজ আছে তেমনি সমাজেও সাহিত্য আছে। এজন্যই সাহিত্যকে সমাজের দর্পণ বলা হয়। ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১২২২তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচকগণ উপরোক্ত কথা বলেন।
গতকাল (১৬ জানুয়ারি ২০২৫) বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে সাহিত্য সংসদের নবনির্বাচিত সাহিত্য ও গবেষণা সম্পাদক কামরুল আলমের সভাপতিত্বে ও ছাড়াকার আব্দুস সামাদের সঞ্চালনায় আসরে আলোচনায় অংশ নেন, কেমুসাসের কার্যকরী পরিষদের সদস্য মুহাম্মদ ফয়জুল হক, কবি মাহফুজ জোহা, কবি আমেনা শহীদ চৌধুরী মান্না ও কবি আলিম উদ্দিন আলম।
স্বরচিত লেখাপাঠে অংশ নেন ও উপস্থিত ছিলেন কেমুসাসের নবনির্বাচিত কার্যকরী পরিষদ সদস্য শিশুসাহিত্যিক মিনহাজ ফয়সল, কবি জুবের আহমদ সার্জন, গল্পকার তাসলিমা খানম বীথি, ছড়াকার আতাউর রহমান বঙ্গী, গীতিকবি শেখ সারফুদ্দিন, জোবায়দা বেগম আঁখি, কামাল আহমদ, সালমা আলী খান, ড. এম শহীদুল ইসলাম, মো. লোকমান হুসাইন, মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, আকলিমা খানম আমিনা প্রমুখ।
আকাশ বাংলা ডটকম/একেজে
আসরে গান পরিবেশন করেন লিলু মিয়া। আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। সেরা লেখক মনোনীত হন আব্দুস সামাদ।