১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৭:২০

শান্তিগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ : দুই জনের মৃত্যু, তিন জন আহত

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৩ বার পঠিত

সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা সেতু এলাকায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার দুই যাত্রীর  মৃত্যু হয়েছে। এছাড়াও চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী।  আজ শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর ফিরোজ আলীর ছেলে আলী নূর (৩৫) ও একই গ্রামের মৃত গোলাব হোসেন এর ছেলে জমির হোসন (৩৩)।

নিহতদের পরিবার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জগন্নাথপুরের ইশবপুর সাহেববাড়ী উরস মাফহিল থেকে সিএনজি যোগাযোগ বাড়ি ফিরছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৫ যুবক। সিলেট- সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ আহসান মারা সেতু এলাকায় পৌঁছলে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস (ঢাকা-ব ১১৮৬৬২) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজির চালকসহ ৪ যাত্রীর গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে  সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে আলীনূর ও জমির হোসেন নামের দুই যুবক মৃত্যুবরণ করেন।

গুরুতর আহত তিন জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার। আহতরা হলেন একই গ্রামের আলী আকবর (৩০) আমীর আলী (৪০) ও জনি আহমদ (২২) ।

এদিকে, দুর্ঘটনার শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। নিহতদের দেখতে হাসপাতালে ভিড় জমিয়েছেন স্বজনরা।

নিহত জমিন হোসেনের ভাই তারিফ আলী বলেন, আমার ভাইসহ এলাকার ৫ জন সিলেট বিশ্বনাথের ইসবপুর সাহেববাড়ি উরস থেকে বাড়ি ফিরছিলেন। আহসানমারা এলাকায় বেপরোয়া বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে সবাই আহত হয়। হাসপাতালে আসার পর আমার ভাই আর আরেক প্রতিবেশী মারা গেছেন। আমরা ঘাতক বাস চালকের শাস্তি চাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo