সিলেট নগরীর ৩৭নং ওয়ার্ডে অবস্থিত শাবিপ্রবির পশ্চিম আখালিয়া, টিলারগাঁও, ডলিয়াস্থ জামেয়া মোহাম্মদিয়া মাদরাসা ও এতিমখানা র ৪র্থ তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার জামেয়া সংলগ্ন মাঠে বিকাল ২টা থেকে মধ্য রাত পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
শায়েখ মাওলানা মুফতী আবুল বশর মোঃ রফিক ও মজলিসে আমেলার সহ সভাপতি টিলারগাঁও কেন্দ্রীয় মসজিদের মতওয়াল্লি তাহির আলীর পৃথক পৃথক সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও মুহতামিম শায়খ মাওলানা মোহাম্মদ জহুরুল হকের পরিচালনায় ওয়াজ মাহফিলে নসিহত পেশ করেন জামেয়া দরগাহ মাদরাসার প্রধান মুফতি ও শায়খুল হাদীস মাওলানা আবুল খায়ের বিথঙ্গলী, কারানির্যাতিত মজলুম আলেমে দ্বীন সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, কৌড়িয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি সাইফুর রহমান সাইফী, মাওলানা সাব্বির আহমদ উসমানী ঢাকা, মাওলানা সাজ্জাদুর রহমান আমিনী, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা হাফিজ জুনায়েদ আহমদ, মাওলানা সালেহ আহমদ, মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা গাজি রহমত উল্লাহ।
ওয়াজ মাহফিলে গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমির উদ্দিন, সাবেক মেম্বার তারেক মিয়া বাবুল, জনাব আব্দুর রাজ্জাক, মোতাহির আলী, সৈয়দ নুরুদ্দিন আহমদ। এছাড়াও মাহফিলে রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজসেবীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি