১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ভোর ৫:৪০

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৪ বার পঠিত

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক সভা গত ১৫ ফেব্রুয়ারি শনিবার রাতে সিলেট নগরীর কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় বিগত ১৫ বছর দুর্নীতিবাজদের অভয়রাণ্য থেকে দেশকে মুক্ত করার জন্যই দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানের সরকারের অন্যতম অঙ্গীকার হচ্ছে বর্ধিত তারিখ ১৫ ফেব্রুয়ারি মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব করা। ইতিমধ্যে যারা সম্পদের দাখিল করেছেন তাদেরকে সাধুবাদ জানানো হয় এবং যারা এখনো সম্পদের হিসাব দাখিল করেননি তাদেরকে অবিলম্বে চাকুরীচ্যুত করার জোর দাবী জানিয়ে বক্তারা বলেন, এই বিষয়ে অত্র সংগঠন রাজপথে নামবে। সভায় শক্তিশালী গণতন্ত্র কায়েমে জাতীয় নির্বাচনের আগে সকল স্থানীয় নির্বাচন ও ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করার জোর দাবী জানান।

সভায় স্থানীয় নির্বাচনে সংস্কার কমিশন কর্তৃক মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার পদে প্রার্থীদের একাডেমিক যোগ্যতার প্রস্তাবকে সম্পূর্ণ অযৌক্তিক বলে আখ্যায়িত করে বক্তাগণ বলেন, সংসদ নির্বাচনে প্রার্থীদের বিষয়ে একাডেমিক যোগ্যতা নির্ধারণ করা যেতে পারে। সভায় জাতীয় ঐক্যমত কমিশন গঠনের সিদ্ধান্ত ইতিবাচক বলে নেতৃবৃন্দ টিসিবির ট্রাকসেল কার্যক্রমের পাশাপাশি ফ্যামিলি কার্ডের কার্যক্রম দ্রুত আরো জোরদার করার দাবী জানান। সভায় বাংলাদেশকে ৪টি প্রদেশে ভাগ করার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বক্তাগণ সিলেটকে আলাদা প্রদেশ করার দাবী জানান। বক্তারা দেশব্যাপী মব জাস্টিজ / তৌহিদী জনতার নামে সন্ত্রাসী কার্যালাপের তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, এদের কারণে জনপ্রিয় অন্তর্বর্তী সরকার জাতিসংঘের অনুসন্ধান দলের কাঠগড়ায়। যে কোন মূল্যে এই অপশক্তিকে দমন করতে হবে।

সভায় সুপ্রীম কোর্টের অপিল বিভাগের সাবেক বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলা হয়, তিনি ছিলেন জাতির আস্থাভাজন এক ব্যক্তিত্ব। নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সভায় আগামী ২৪ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩টায় সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে উপরোক্ত দাবীতে একটি গণজমায়েত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এডভোকেট, লক্ষীপাশা ইউপি মেম্বার, কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সদস্য এনামুল হক আবুল, কেন্দ্রীয় সদস্য সমাজসেবী আব্দুল গফুর, সরোজ ভট্টাচার্য্য, অরুণ চন্দ্রনাথ এডভোকেট, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইমাম হোসেন, কেন্দ্রীয় সদস্য কাওছার বক্ত রাসেল প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo