আর্থসামাজিক উন্নয়নে সদা নিয়োজিত সামাজিক সংগঠন আধুনিক সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দক্ষিণ সুরমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে উপস্থিতি সম্মাননা (এটেন্ডেন্স এওয়ার্ড২০২৪) বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার তেতলী ইউনিয়নের নিশ্চিন্তপুর মাদ্রাসা, মোহাম্মদ আব্দুল আহাদ হাইস্কুল এবং হযরত আলী (রাঃ) একাডেমী এন্ড কমপ্লেক্স প্রাঙ্গণে পৃথক পৃথক ভাবে এসব সম্মাননা বিতরণ করা হয়।
যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লিটন চৌধুরী গোলাম শাহরিয়ার এর অর্থায়নে উপস্থিতি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, মোহাম্মদ আব্দুল আহাদ হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, হযরত আলী( রাঃ) একাডেমী এন্ড কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল আজিজ, সমাজসেবী শহীদুর রহমান শহীদ, ইকবাল হোসেন, একাডেমির প্রধান শিক্ষক আজিজুল ইসলাম।
পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আধুনিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শেখ আব্দুল হাফিজ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ডাঃ নিখিল মালাকার, সাধারণ সম্পাদক মোঃ আল ইমরান, সহ-সাধারণ সম্পাদক আফজল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, সহ-অর্থ সম্পাদক শাহনেওয়াজ শাফি, সহ-প্রচার সম্পাদক তোফায়েল আহমদ, আব্দুল মুমিন, সহ-ধর্ম সম্পাদক আরমান আলী, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাব্বির আহমদ, সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আশিকুল ইসলাম, সদস্য রাব্বি হাসান।
এর আগে মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের লালাবাজার কিন্ডারগার্টেন স্কুল, লালাবাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও লালাবাজার স্কুল এন্ড কলেজে এসব সম্মাননা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি সম্মাননা বাবদ শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, খাতা কলমসহ অন্যান্য উপকরন বিতরণ করেন অতিথিবৃন্দ।