১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৮:২৫

পিলখানা ট্রাজেডি দিবস উপলক্ষে আলোর অন্বেষণ’র আলোচনা সভা অনুষ্টিত

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

সিলেট থেকেই পিলখানা হত্যাকাণ্ডের বিচারের আওয়াজ তোলতে হবে : মিফতাহ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেনববাংলাদেশ যখনই মাথা উচু করে দাঁড়াতে চেয়েছে ঠিক তখনই আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে, পিলখানা ট্রাজেডিতে নিহত সেনা অফিসাররা ছিলেন বাংলাদেশের সম্পদ তাই তাদেরকে পরিকল্পিত ভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে যারা ছিলেন তাদের তদন্ত রিপোর্ট জন সম্মুখে আনতে হবে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেকেই এখন পালিয়ে দেশের বাইরে অবস্থান করছেন তাই সবাইকে দেশে এনে বিচারের আওতায় আনতে হউক। তিনি সিলেট থেকেই পিলখানা হত্যাকাণ্ডের বিচারের আওয়াজ তোলার আহবান জানিয়ে বলেন এই সিলেট থেকেই বাংলাদেশের সকল ন্যায্য দাবী দাওয়া আদায়ের আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিলো।ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনের সুচনা সিলেট থেকেই হয়েছে।প্রয়োজনে পিলখানার নারকীয় হত্যাযজ্ঞের ন্যায় বিচার প্রতিষ্টায় আমরা সিলেট থেকে আন্দোলনের সুচনা করবো।

সেচ্চাসেবী সংগঠন আলোর অন্বেষণ’র উদ্যোগে পিলখানা ট্রাজেডি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আর বলেন দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার লক্ষ্যে সেনাবাহিনীদের হত্যা করা ছয়েছে।

বিগত স্বৈরাচার সরকার ক্ষমতা ধরে রাখার জন্য ভারতীয় নীল নকশায় সেনা অফিসারদের হত্যা করেছে। পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবী শুধুমাত্র বাংলাদেশের না, এটা প্রতিটি মানুষের দাবীতেপরিনত করতে হবে।

২৩ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভা কক্ষে কবি ও বাচিকশিল্পী শিল্পী সালেহ আহমদ খসরু’র সভাপতিত্ব এবং যুব সংগঠক রাশেদুজ্জামান রাশেদের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোজাম্মেল হক।

অনুষ্টানে মুল প্রবন্ধ পাঠ করেন আলোর অন্বেষণ’র সভাপতি সাজন আহমদ সাজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।দৈনিক নয়া দিগন্ত’ র সিলেট ব্যুরো চীফ আন্দুল কাদের তাপাদার।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান আকবর হোসেন চৌধুরী, কবি ও শিক্ষাবিদ ছয়ফুল আলম হায়াত,সিলেট লেখক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাইফুল করিম চৌধুরী, কবি ডা. মাশুকুর রহমান,যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম এ সাত্তার, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী, সিলেট মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমেদ মাসুক,কবি বেলাল আহমদ চৌধুরী, এডভোকেট মুহাম্মদ আব্দুল হাফিজ,সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি মইনুল ইসলাম,সিলেট মহানগর ছাত্রদলের সাবেল সহ সভাপতি লুৎফর রহমান,কবি নাজমুল আনসারী,সাংবাদিক সংগঠক এএইচ আরিফ গাঙচিল সাহিত্য পরিষদ সভাপতি জগলুল হক, জসিম বুক হাউস সত্ত্বাধিকারী জসিম উদ্দিন, আলোর অন্বেষণ সহ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক তফাজ্জুল হক সুমন, শাহ মহসিন আহমদ,সাংবাদিক জুবের আহমদ সার্জন,যুব সংগঠক আবুল বশর সাকু আহমদ যুব সংগঠক পরিমল পাল,জুনেদ আহমদ প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ পিলখানা ট্রাজেডির সুষ্ট তদন্ত ও বিচার দাবী করেন অন্তর্ববর্তী সরকারের কাছে।
সঠিক বিচারের দাবীতে ২৫শে ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয় সেই দাবী আদায়ে একটি কমিটি গঠনের প্রস্তাব আসে।
পরবর্তীতে প্রয়োজনবোধে ন্যায় বিচার প্রতিষ্টার স্বার্থে গণ অনশন,লং মার্চ, গণ সাক্ষর সংগ্রহ এবং লিফলেট বিতরণের পক্ষে বক্তাদের থেকে প্রস্তাব আসে।

আলোচনা সভায় সবাই আশা প্রকাশ করেন বর্তমান সরকার এই নারকীয় হত্যাযজ্ঞের সঠিক বিচারকার্য সম্পন্ন করবে। বিডিআর বিদ্রোহে নিহত বীর সেনা অফিসারদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভা সমাপ্ত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo