আকাশ বাংলা ডেস্ক :বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রাষ্ট্র ও সমাজে বৈষম্য বিলোপে অন্তর্বর্তী সরকারের কোনও মনোযোগ দেখা যাচ্ছে না। অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য দুর করতে না পারলে রাজনৈতিক সংস্কার তেমন কোনও কাজে দেবে না, রাজনৈতিক সংস্কার টেকসইও হবে না। বর্ধিত ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থি।
শনিবার (১৮ জানুয়ারি) সেগুনবাগিচায় পার্টির সংহতি মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, পাঁচ মাস পার হলেও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন বিপুল সমর্থনকে উপযুক্তভাবে কাজে লাগাতে পারছে না। জনগণের বিরাট আস্থার মর্যাদা রাখতে পারছে না। কাজের অগ্রাধিকারও ঠিক করতে পারছে না।
তিনি বলেন, বাজার পরিস্থিতি এখনও অনেকটা বেসামাল। সরকার কোনোভাবেই বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। জীবন-জীবিকা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা অব্যাহত রয়েছে। অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত বাজারের আগুনে পুড়তে থাকা মানুষের ওপর বিপদ চাপিয়ে দেওয়ার সামিল।
সভায় আরও বক্তব্য রাখেন— পার্টির কেন্দ্রীয় সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, সজীব সরকার রতন, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম, মীর রেজাউল আলম, ডাক্তার মনোয়ার হোসেন, আইয়ুব আলী ও শাহীন আল
আকাশ বাংলা ডটকম/একেজে