১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৪:২১

গোয়াইনঘাট আইনজীবী ফোরাম সিলেটের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত

পতিত ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশে আইন ছিলো, আইনের শাসন ছিলো না
——-এডভোকেট আশিক উদ্দিন পিপি

বিএনপি কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু ও নিউইয়র্ক নর্থ বিএনপি সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গোয়াইনঘাট আইনজীবী ফোরাম সিলেট এর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান গত ২২ ফেব্রুয়ারি শনিবার রাতে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক সিলেট জেলা ও দায়রা জজ আদালত এর সাবেক পিপি এডভোকেট আলহাজ্ব এম নুরুল হক। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জিল্লুর রহমান জিলু ও ফয়েজ আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও এডিশনাল পিপি এডভোকেট কামাল হোসেন।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও দায়রা জজ আদালত এর এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুমিন এর সভাপতিত্বে ও এডভোকেট নুর আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা মদরিস আলী সাংবাদিক এম এ রহিম, সিলেট জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এম এ জব্বার, এডভোকেট লিয়াকত আলী এপিপি, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক এডভোকেট মোবারক হোসেন এপিপি, জেলা ছাত্রদলের সহ সভাপতি এডভোকেট রাজ্জাক খান রাজ এপিপি, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহবাহক এডভোকেট সাহেদ আহমদ, এডভোকেট আতিকুর রহমান, প্রভাষক নজরুল ইসলাম, এডভোকেট দিলোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, প্রভাষক আব্দুস সামাদ আজাদ, মাষ্টার উদ্দিন বিলাল, সাংবাদিক রুবেল আহমদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ।
সভা শেষে সংবর্ধিত অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোটেক আশিক উদ্দিন বলেন, বিগত ১৫ বছর আওয়ামী দুঃশাসনের কথা বাংলাদেশের মানুষ কোনদিন ভুলবে না। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে আইনের শাসন ছিলোনা। ছিলো একদলীয় শাসন ব্যবস্থা। বিরোধী দলের নেতাকর্মীকে দমন করতে সারা বাংলাদেশে গায়েবী মামলার মহোৎসব চলেছিলো। এমনকি আওয়ামী দুঃশাসনের সময় মৃত মানুষকেও মিথ্যা মামলা দিয়েছিলো। ফ্যাসিষ্ট হাসিনা আমলে দেশে আইন ছিলো আইনের শাসন ছিলো না। দেশ স্বাধীন ছিলো কিন্তু দেশের মানুষের স্বাধীনতা ছিলো না। দেশে গনতন্ত্র ছিলোনা, স্বৈরশাসক ছিলো। দেশের নির্বাচন ব্যবস্থা ছিলো না। এখন আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। নিরাপরাধ ও নির্দোষ মানুষ যেনো মিথ্যা মামলায় হয়রানি না হয়। ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য স্বাধীন বিচার ব্যবস্থা খুবই জরুরী।
গত ২২ ফেব্রুয়ারি শনিবার যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সদস্য জিল্লুর রহমান জিল্লুর ও নিউ ইয়ার্ক নর্থ সিটি বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ এর স্বদেশ প্রত্যাবর্তনে গোয়াইনঘাট আইনজীবী ফোরাম সিলেট আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo