কৃপনের ধন
কৃপনের ধন জমে
ক্ষুধা রেখে পেটে
যতদুর যেতে হবে
যেতে চায় হেটে।
কৃপনের ধন জমে
পেট রেখে খালি
সারাদিন লোকে দেয়
তারে শুধু গালি।
কৃপনের ধন জমে
হয়ে স্বার্থপর
ভিটে মাটি সব আছে
তবু নাই ঘর।
কৃপনের ধন জমে
সব করে পর
কারো কারো খেতে হয়
গৃহিনীর চড়।
মানুষের মন
পৃথিবীর পথে পথে
দেখি কত জন
তবু যেন বোঝা দায়
মানুষের মন।
দেখে লাগে সাদাসিধে
তবু নয় সিধে
মাঝে মাঝে ওরা দেখি
খুন করে জিদে।
কারো কারো দেখা যায়
খুব বড় মিঠা
তবু দেখি কেউ খায়
জনতার পিটা।
কারো কারো কথা শুনে
পেট যায় ভরে
কিছু টাকা হাতে দিলে
সে-ও যায় নড়ে।
কারো দেখি মন ছোট
হয়ে যায় দানে
কেউ কেউ দান করে
শান্তি পায় প্রাণে।
এই হলো পৃথিবীর
মানুষের মন
কতজন বুঝে বলো
মন বড় ধন।
দুইদিনের খেলা
এই দেহ, এই প্রাণ
কত চলে আর
একদিন হতে হবে
ধরনীটা পার।
এই দেহ,এই প্রাণে
নিয়ে ভাবি সদা
একদিন চলে যাবে
কে-বা দিবে বাধা।
বাধা দিবে প্রাণ যেতে
কার আছে সাধ্য
জন্ম,মৃত্যু অনিবার্য
মেনে নিতে বাধ্য।
যার দেহ,যার প্রাণ
যাবে তার কাছে
দুইদিন খেলে লোকে
দুইদিন নাচে।
হরেক মন
কারো মনে সদা থাকে
সুন্দরের বড়াই
কারো মনে সদা থাকে
করে যাবে লড়াই।
কারো মনে সদা থাকে
হিংসার বীজ
কারো মনে সদা থাকে
সব তার লীজ।
কারো মনে সদা থাকে
লোকে যাবে ঠকে
কারো মনে সদা থাকে
শত্রু দিবে রুখে।
কারো মনে সদা থাকে
সব তার প্রজা
কারো মনে সদা থাকে
করে যাবে মজা।
কারো মনে সদা থাকে
কারে মেরে খাবে
কারো মনে সদা থাকে
সবকিছু লাভে।
কারো মনে সদা থাকে
সে-ই মহাকবি
কারো মনে সদা থাকে
সে-ই খাবে সবি।
লেখক : ছড়াকার ও শিক্ষক