সিলেট জেলা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি সিরাজুল হুসেন (আলমগীর) এর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার রাত ৮টায় সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শন করেন কর আইনজীবি সিরাজুল হুসেন।এসময় প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে তাৎক্ষণিক এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল।
সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় সিরাজুল হুসেন (আলমগীর) বলেন,”সিলেট অনলাইন প্রেসক্লাবের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত হৃদ্যতাপূর্ণ। আশা করি, এই সম্পর্ক অটুট থাকবে। আমরা সবসময় সাংবাদিকদের পাশে আছি। তিনি অনলাইন প্রেসক্লাবের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বলেন, আমরা সমাজ উন্নয়ন ও জনগণের স্বার্থে কাজ করছি। আপনাদের সহযোগিতায় সিলেটে অনলাইন গণমাধ্যম অনেক দূর এগিয়ে যাবে।
সভায় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: কামাল আহমদ, কার্যকরী কমিটির সদস্য মো: আব্দুল হাছিব,ক্লাব সদস্য ডি এইচ মান্না প্রমুখ।