শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক নির্বাচনের ফল ঘোষণা করেন।
আবদাল ৭৭০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। জুবায়ের পেয়েছেন ৩০৩ ভোট। সহ-সভাপতি পদে জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) ৫৯১ ভোট এবং মোহাম্মদ মখলিছুর রহমান ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদের মধ্যে যুগ্ম সম্পাদক-১ এ অহিদুর রহমান চৌধুরী ৭০৮ ভোট, যুগ্ম সম্পাদক-২ এ মো. রব নেওয়াজ রানা ৪২০ ভোট, সমাজবিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান ৭৮৯ ভোট এবং লাইব্রেরি সম্পাদক পদে হেনা বেগম ৭৪১ ভোট পেয়ে নির্বাচিত হন।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ১৮৫০ জন ভোটারের মধ্যে ১৪৬০ জন ভোট প্রদান করেন। ২৬টি পদে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
আকাশ বাংলা ডটকম/একেজে