আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফার্মাকোলজি বিজ্ঞানী ড. সালেহ হোসেন এর জীবনী গ্রন্থ এক জীবনের গান এর প্রকাশনা অনুষ্ঠান গত ১৭ ফেব্রুয়ারী স্নধ্যঅ ৬ টায় সিলেট প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট এর প্রো ভিসি ড. মোঃ সাজেদুল করিম। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রাক্তন বিভাগীয় অধ্যাপক মো. আতী উল্লাহ।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল কবি কালাম আজাদ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রিন্সিপাল কর্নেল সৈয়দ আলী আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রাজিক মিয়া, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও বাসস সিলেট ব্যুরো চিফ সেলিম আউয়াল, লেখক ও লোক গবেষক ও সাংবাদিক সুমনকুমার দাশ।
সংযোগ এর প্রধান নির্বাহী কাদের বাবুর সঞ্চালনায় সত্তর দশকের অন্যতম কবি সালেহ আহমদ এর সভাপতিত্বে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বইটির লেখক ড. সালেহ্ হোসেন।