১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৩
সংবাদ শিরোনাম

সিলেটে ‘সমতায় তারুণ্য : ইয়ূথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের যাত্রা শুরু

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫২ বার পঠিত

সিলেটে চার বছর মেয়াদী ‘সমতায় তারুণ্যঃ ইয়ূথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

জাগো ফাউন্ডেশন ট্্রাস্ট এর সিলেট ডিভিশনাল ইয়ূথ কো-অর্ডিনেটর আয়েশা পারভীনের সভাপতিত্বে ও ঢাকা বিভাগীয় কো-অডিনেটর মাসুমা মরিয়ম এর পরিচালনায় অবহিতকরণ সভায় আলোচনা অংশ নেন, সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জি. এম. ফারুক। তিনি তার বক্তব্যে বলেন, যুবরাই একটি জাতির পরিবর্তন আনতে পারে। আমাদের যুবসমাজ স্বাবলম্বী হোক যাতে তারা এই জাতিগঠনে অবদান রাখতে পারে। তিনি যুবদের বাল্যবিবাহ, ইভটিজিং, মাদকাসক্তি ইত্যাদি প্রতিরোধে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে আহ্বান জানান।

জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেন, জেন্ডার ও লিঙ্গ সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হতে হবে। বৈষম্যহীন সমাজ একটি জাতিকে উন্নত করে বলেও তিনি জানান।

সিলেট জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক বলেন, আমরা ছেলেরা নিজেদের আচরণ পরিবর্তন করলেই নারীরা সন্ধ্যার পরেও বাইরে যেতে পারে ও নিরাপদ বোধ করবে।

অবহিতকরণ সভায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির সিলেট জেলা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, সিলেটের যুব উন্নয়ন অফিসের সহকারী পরিচালক মোঃ আমিনুজ্জামান চৌধুরী বক্তব্য রাখেন।

প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন জাগো ফাউন্ডেশন ট্রাস্টের কর্মকর্তার আসিফ মাহমুদ। অবহিতকরণ সভায় সিলেটের যুব ও যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ঢাকা, খুলনা, রংপুর এবং বরিশাল বিভাগে প্রকল্পটি আত্মপ্রকাশ করে এবং একই বছরের নভেম্বরে জাতীয়পর্যায়ে প্রকল্পের উদ্বোধন করা হয়।
চার বছর মেয়াদী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাগণ, যুব-নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, যুব কন্টেন্ট নির্মাতা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
জাতীয় ও স্থানীয় পর্যায়ে যুব ও যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোকে শক্তিশালী করতে ও সমাজে প্রচলিত বৈষম্যমূলক নেতিবাচক জেন্ডার ধারনাগুলোর পরিবর্তন করতেই কাজ করছে প্রকল্পটি।

এ মাসেই রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগেও প্রকল্পটির অবহিতকরণ সভার আয়োজন করা হয়। ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশের ৮টি বিভাগে প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও দেশীয় যুব-নেতৃত্বাধীন প্রতিষ্ঠান জাগো ফাউন্ডেশন ট্রাস্ট। এ ট্রাস্টের মাধ্যমে সমতায় তারুণ্য: ইয়ূথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পে অংশগ্রহণকারী হিসেবে আছেন যুব ও যুব নেতৃত্বাধীন সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী (প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন), স্থানীয় যুব কন্টেন্ট নির্মাতা, এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সমন্বিতভাবে বাংলাদেশের ৪টি মন্ত্রণালয় ও অধিদপ্তর, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন গণমাধ্যম এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করবে। বাংলাদেশের ৮টি বিভাগে প্রকল্পের প্রত্যক্ষ লক্ষিত জনগোষ্ঠী সর্বমোট ১৩,৫১৫ জন। এদের মধ্যে আছেন স্থানীয় ২৫২ টি যুব-নেতৃত্বাধীন সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী (প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়া) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনটেন্ট নির্মাতারা। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo