অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন এর কাছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সকল শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করে সরকার পরিচালিত গ্রেড এর অন্তর্ভুক্ত করে প্রকল্প পাস ও বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে স্মারকলিপি প্রদান করছেন ইফা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ- সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
গতকাল ২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের অডিটোরিয়ামে ধর্ম উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক মোহাম্মদ মহিউদ্দীন মজুমদার, ইফা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে.এম. মিনহাজ উদ্দিন, সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান, হাফিজ মাওলানা শাহজাহান, মাওলানা মাজহারুল ইসলাম প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন-এর একটি অন্যতম বৃহৎ প্রকল্প। আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড ও শিক্ষা বিস্তারের কাজে মসজিদের ইমাম, শিক্ষিত বেকার যুবক ও মহিলাদের সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক এবং ঝরে পড়া (ড্রপ-আউট) কিশোর-কিশোরী ও অক্ষর জ্ঞানহীন বয়স্কদের জন্য মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শুরু করে। ১৯৯৩ সাল হতে চালু হয়ে অদ্যবধি (৭ম পর্যায়) চলমান। প্রতিটি পর্যায়ে সুষ্ঠু ও সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এ প্রকল্পে মসজিদের ইমামগণ মসজিদ কেন্দ্রে শিশু ও বয়স্ক শিক্ষার্থীদেরকে বাংলা, অংক, ইংরেজি, আরবি, নৈতিকতা ও মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দান করছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত স্থানে এ প্রকল্পের মাধ্যমে দেশে প্রাক-প্রাথমিক শিক্ষা বিস্তার ও কোর্স সম্পন্নকারীদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হচ্ছে। এ প্রকল্পের সুবিধাভোগী অধিকাংশই সমাজের অবহেলিত, দরিদ্র ও নিরক্ষর জনগোষ্ঠি। সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা প্রদান করা হয়।
দীর্ঘ ৩৩ বছর থেকে এদেশের প্রায় ৭৩৭৬৮ জন শিক্ষক-শিক্ষিকা অবহেলিত। প্রকল্পের কর্মরত মসজিদের ইমাম শিক্ষক-শিক্ষিকাদের মানবিক দিক বিবেচনা করে জননন্দিত ইসলামিক ফাউন্ডেশন এর বৃহৎ প্রকল্প মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প পাসের মাধ্যমে সকল শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করে সরকার পরিচালিত গ্রেডে অন্তর্ভুক্ত করে বেতন ভাতা প্রদানের দাবি জানান।
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প পাস করার মাধ্যমে সকল শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করে সরকার পরিচালিত গ্রেডে অন্তর্ভুক্ত এবং বর্ধিত বেতন-ভাতা প্রদানের অনুরোধ জানিয়েছেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি