সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে এর উদ্যোগে বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহাম’র সহকারী হাইকমিশনারের সাথে বার্মিংহাম টু বাংলাদেশ বিমান পরিষেবা চালু এবং বাংলাদেশে বিনিয়োগ সংক্রান্ত সুযোগ ও সম্ভাবনা বিষয়ক এক আলোচনা ও পরিচিতি সভা গত ২৩ ফেব্রুয়ারি রবিবার দুপুরে স্থানীয় জিনাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড এর সভাপতি জমিরুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মেহরাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশন বার্মিংহামের সহকারী হাইকমিশনার মোহাম্মাদ আলীমুজ্জামান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা ইউথ এসোসিয়েশন ইউকে’র সভাপতি শাফি চৌধুরী, সেক্রেটারী মুহিবুল হাসান রুম্মান, কাউন্সির আব্দুল জব্বার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম দবির।
সভায় বক্তব্য রাখেন বার্মিংহাম’র মুজিবুর রহমান, কভেন্টির বিশিষ্ট ব্যবসায়ী আশিক উদ্দিন, শাহ মাহবুব, জামিউল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক কয়েছ চৌধুরী, সহসাধারণ সম্পাদক মুকুল চৌধুরী, সদস্য আব্দুস সালাম, রিপন আহমদ প্রমুখ। এছাড়াও সভায় মিডল্যান্ড এর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বার্মিংহাম টু বাংলাদেশ বিমান পরিষেবা চালু এবং বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির দাবী জানান। বক্তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং বিমান কর্তৃপক্ষের নিকট প্রবাসীদের দেশে যাতায়াতের স্বার্থে বার্মিংহাম টু বাংলাদেশ বিমান চালুর জোর দাবী জানান।
প্রধান অতিথি বাংলাদেশ হাইকমিশন বার্মিংহামের সহকারী হাইকমিশনার মোহাম্মাদ আলীমুজ্জামান বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। তিনি বিমান পরিষেবা চালুর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি