সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেছেন, সনাতন ধর্ম একটি প্রাচীনতম ধর্ম। ধর্ম নিয়ে চর্চা করলে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ থাকলে সমাজে অন্যায়, অত্যাচার থাকবে না, পাশাপাশি একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে। তিনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, এবার তরুণ প্রজন্ম দেখিয়ে দিয়েছে নতুন একটি চেতনা। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নৈতিক ও চারিত্রিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি বলেন, স্বামীজী মানুষের সেবায় ব্রতী হয়ে পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা করেন। স্বামীজী বলেছেন- “যখন নেতৃত্ব দিচ্ছো, তখন সবার সেবা করো। স্বার্থশূন্য হও। নিজের মনে অসীম ধৈর্য্য রাখো, তাহলেই সাফল্য তোমার কাছে ধরা দেবে।” স্বামীজীর বাণী ধারণ করে সবাইকে সেবার মন মানসিকতা নিয়ে কাজ করার আহবান জানান।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার গতকাল ২ মার্চ রবিবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর মীরাবাজারস্থ আশ্রম মিলনায়তনে রামকৃষ্ণ মিশন আশ্রম আয়োজিত ৪ দিনব্যাপী শ্রীরামকৃষ্ণদেবের ১৯০তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে ২য় দিনে ‘জীবন গঠনে স্বামীজীর বাণী’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎস্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। ডাঃ কল্লোল বিজয় কর এর সভাপতিত্বে ও দীপন তালুকদারের উপস্থানায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও গবেষক মুহিবুর রহমান কিরন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিকাশ রঞ্জন বিশ্বাস। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন পান্না লাল রায়।
রাত সাড়ে ৮টায় হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিনহা, সুকোমল সেন হরি ও বিজন রায় এর পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে ২য় দিনের অনুষ্ঠান সমাপ্ত হয়।
এর আগে রবিবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ জেলার বাহুবলের কবিরত্ন মণিনাথ কৃষ্ণাল পরিবেশনায় পদাবলী কীর্তন, বিকেল ৪টায় সিলেটের সুবিনয় রায়ের পরিচালনায় ভজনাঞ্জলি, সাড়ে ৫টায় সিলেটের অনিমেষ বিজয় চৌধুরী রাজু’র পরিচালনায় গীতি আলেখ্য অনুষ্ঠিত হয়।
আজ ৩ মার্চ সোমবার সিলেট নগরীর মীরাবাজারস্থ আশ্রম মিলনায়তনে রামকৃষ্ণ মিশন আশ্রম আয়োজিত ৪ দিনব্যাপী শ্রীরামকৃষ্ণদেবের ১৯০তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে ৩য় দিনে ‘বিশ্বজননী মা সারদা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক শিলা সাহা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মদনমোহন সরকারি কলেজের উপাধ্যক্ষ সর্বাণী অজুর্ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির সহযোগী অধ্যাপক মনি পাল। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন এমসি কলেজের সহকারী অধ্যাপক মনিকা রানী বনিক ও গ্রামার স্কুলের অধ্যক্ষ শাশ্বতী ঘোষ সোমা। বিজ্ঞপ্তি