সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রম আয়োজিত ৪ দিনব্যাপী শ্রীরামকৃষ্ণদেবের ১৯০তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে ৩য় দিনে ‘বিশ্বজননী মা সারদা’ বিষয়ক আলোচনা গতকাল ৩ মার্চ সোমবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর মীরাবাজারস্থ আশ্রম মিলনায়তন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎস্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।
সিলেট সরকরি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক শিলা সাহা’র সভাপতিত্বে ও সুদীপ্তা দে এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মনি পাল। আলোচক হিসেবে বক্তব্য রাখেন এমসি কলেজের সহকারী অধ্যাপক মনিকা রানী বনিক ও গ্রামার স্কুলের অধ্যক্ষ শাশ্বতী ঘোষ সোমা। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন এডভোকেট সনতু দাস।
সভায় বক্তারা বলেন, বিশ্বজননী মা সারদা আত্ম মানবতার সেবায় নিয়োজিত ছিলেন। তাঁর এই আদর্শ ও শিক্ষা আমরা যদি উপলব্ধি করতে পারি, তবে আমাদের জীবন হবে সার্থক। তিনি ভক্তদের সন্তানের মত ভালবাসতেন। বক্তার বলেন, মা সারদা তাঁর ঐশীবোধ, অপার জ্ঞান ও অতলান্ত ভালবাসা ছড়িয়ে দিয়ে যে পথে সন্তানদের এগিয়ে দিতে চেয়েছেন, আজও তা অনুসরণ ছাড়া আমাদের মুক্তি নেই। মায়ের শিক্ষা আমাদেরকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।
রাত সাড়ে ৮টায় প্রণতি ভট্টাচার্য্য, পূর্ণিমা দত্ত রায়, প্রভাতী দাস দুলু, বৈজয়ন্তী ভট্টাচার্য্য, মুন্না দত্ত ও সুদীপ্তা পাল এর পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে ৩য় দিনের অনুষ্ঠান সমাপ্ত হয়।
এর আগে সোমবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ জেলার বাহুবলের কবিরত্ন মণিনাথ কৃষ্ণাল পরিবেশনায় পদাবলী কীর্তন, বিকেল ৪টায় শ্রীমা সারদা সংঘ সিলেটের পরিবেশনায় সঙ্গীতাঞ্জলি, সাড়ে ৫টায় সিলেটের নয়াবাজারের পদ্মিনী রায় ইমন এর পরিবেশনায় গীতি আলেখ্য অনুষ্ঠিত হয়।
আজ ৪ মার্চ মঙ্গবার শেষ দিন নগরীর মীরাবাজারস্থ আশ্রম মিলনায়তনে সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রম আয়োজিত ৪ দিনব্যাপী শ্রীরামকৃষ্ণদেবের ১৯০তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে সমাপ্ত দিনে সন্ধ্যা ৭টায় ‘বিশ্বশান্তি ও শ্রী রামকৃষ্ণ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট সনতু দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বৃন্দাবন সরকারি কলেজের উপাধ্যক্ষ (অবঃ) অধ্যাপক অজয় কুমার দাস মহালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমসি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিজন চক্রবর্তী। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক আশীষ কুমার বড়ুয়া, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ স্বামী সংঘানন্দ থেরো। বিজ্ঞপ্তি