এবারের প্রতিযোগিতার ইভেন্টগুলো হলো- দাবা, ক্যারম একক ও দ্বৈত, কলব্রিজ, টোয়েন্টিনাইন, ডমিনোজ ও লুডু।
উদ্বোধনী দিন ২২ জানুয়ারি দাবা অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি ডমিনোজ, ২৫ জানুয়ারি সাপলুডু, ২৬ জানুয়ারি লুডু, ২৭ জানুয়ারি ক্যারম একক, ২৯ জানুয়ারি কলব্রিজ, ১ ফেব্রুয়ারি টোয়েন্টিনাইন ও ৩ ফেব্রুয়ারি ক্যারম দ্বৈত অনুষ্ঠিত হবে।
আকাশ বাংলা ডটকম/একেজে