শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) অধ্যয়নরত কুমিল্লা জেলার শিক্ষার্থীদের সংগঠন “কুমিল্লা স্টুডেন্ট’স এসোসিয়েশন” এর উদ্যেগে বর্ণাঢ্য ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।
বুধবার(০৫ মার্চ) চতুর্থ রমজান উপলক্ষে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-ই এর মিলনায়তনে। আয়োজিত এই ইফতার মাহফিলে সংগঠনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও প্রাক্তন সদস্যরা একত্রিত হন।
কুমিল্লা স্টুডেন্ট’স এসোসিয়েশন এর সভাপতি মো: তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ছাত্র কল্যাণ উপদেষ্টা এবং উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এছাক মিয়া।
ইফতার পূর্ববর্তী অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, দোয়া মাহফিল এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. এছাক মিয়া বলেন “প্রতি বছর আমরা ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে কুমিল্লার শিক্ষার্থীদের একত্রিত করার চেষ্টা করি। এটি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং আমাদের পারস্পরিক বন্ধন দৃঢ় করার একটি সুযোগ। তিনি শিক্ষার্থীদের মাহে রমজান এর ফজিলত এবং সংগঠনের সার্বিক বিষয়ে দিক নিদের্শনা প্রধান করেন।”
এছাড়াও অন্যান্য উপদেষ্টা শিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্স ফ্যাকল্টির মাননীয় ডিন প্রফেসর ড.আবু সাইদ মোহাম্মদ আরেফিন, হল প্রভোস্ট প্রফেসর ড.জামাল উদ্দিন, প্রফেসর ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রফেসর ড.আসিফ ইকবাল,প্রভাষক আজিজুল ফজল দিদার, প্রভাষক নুসরাত জাহান ইকরা এবং অন্যান্য।
উল্লেখ্য, ‘কুমিল্লা স্টুডেন্ট’স এসোসিয়েশন, সাস্ট’ শুধুমাত্র ইফতার মাহফিলই নয়, বরং কুমিল্লার শিক্ষার্থীদের সাহায্য, বৃত্তি প্রদান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমেও সক্রিয়ভাবে ভূমিকা রেখে আসছে।