মুরারিচাঁদ কলেজ (সংক্ষেপে: এমসি কলেজ) বাংলাদেশের একটি উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান। এটি সিলেট শহরের টিলাগড় এলাকায় অবস্থিত এবং বৃহত্তর সিলেটের সবচাইতে পুরনো ও শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকালের দিক দিয়ে এটা বাংলাদেশের প্রতিষ্ঠিত কলেজগুলোর মধ্যে ৭ম। ঐতিহ্যবাহী কলেজটি ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয়। সিলেট এমসি কলেজ থেকে ১৯২০ সালে বিএ (সম্মান) পাশকৃত ব্যক্তিদের নামের তালিকা।
১. কামিনী কুমার কর্মকার বিএ (অনার্স, সংস্কৃত) ২. কেদার নাথ ভট্টাচার্য বিএ (অনার্স, সংস্কৃত) ৩. যোগেন্দ্র নাথ ভট্টাচার্য (ডি) ৪. গনেন্দ্র নন্দন চৌধুরী (ডি) ৫. দীনেশ চন্দ্র দত্ত (ডি) ৬. নীপেন্দ্র চন্দ্র গুপ্ত (ডি) ৭. আবদুল মুহিব চৌধুরী ৮. Janmejoy Barman ৯. আজফার রাজা চৌধুরী ১০.কেদারনাথ ভট্টাচার্য (২) ১১. যোগেশ চন্দ্র ভট্টাচার্য ১২. Rukmini Kanta Bhattacharjee ১৩. সুরেশ চন্দ্র ভট্টাচার্য ১৪. দীজেন্দ্র নাথ বিশ্বাস ১৫. রাজেন্দ্র চন্দ্র বিশ্বাস ১৬. রশিক চন্দ্র বিশ্বাস ১৭. শ্রীশ চন্দ্র বিশ্বাস ১৮. সুরেশ চন্দ্র বিশ্বাস ১৯. বৃন্দাবন চন্দ্র চক্রবর্তী ২০. যোগেন্দ্র কুমার চক্রবর্তী
২১. রাজেন্দ্র কুমার চক্রবর্তী ২২. সুরেশ চন্দ্র চক্রবর্তী ২৩. সুরেশ চন্দ্র চৌধুরী ২৪. দেবেন্দ্র নাথ দাস ২৫. প্রমোদ চন্দ্র দাস ২৬. রেবতীরমন দাস ২৭. সুরেশ চন্দ্র দাস ২৮. রাধারমন দত্ত ২৯.Manmatha Kumar De ৩০. প্রিয়নাথ দে ৩১.রজনী কান্ত দে ৩২. সত্যেন্দ্র চন্দ্র দে ৩৩. শ্যাম সুন্দর দে ৩৪. হরমোহন দেব ৩৫. প্রমদা কুমার দেব ৩৬. ব্রজেন্দ্র রঞ্জন ধর ৩৭. পরেশ চন্দ্র গুপ্ত ৩৮. সুরেশ চন্দ্র হোম চৌধুরী ৩৯. ইমতিয়াজ আলী ৪০. শ্রীশ চন্দ্র কর ৪১. মোহাম্মদ আবদুর রকিব ৪২. মোহাম্মদ আহমদ ৪৩. মোহাম্মদ আহবাব চৌধুরী ৪৪. মোহাম্মদ হোসাইন ৪৫. নগেন্দ্র চন্দ্র নন্দী ৪৬. নীরোদ চন্দ্র নন্দী ৪৭. প্রতুল চন্দ্র নন্দী ৪৮. আদিনাথ পাল ৪৯. কামিনী মোহন পাল ৫০. ধীরেন্দ্রনাথ পাল চৌধুরী ৫১. প্রফুল্ল চন্দ্র রায় ৫২. ক্ষীতিশ চন্দ্র রায় চৌধুরী ৫৩. উপেন্দ্র চন্দ্র শর্মা ৫৪. হরনারায়ন সেন ৫৫. ক্ষীতিশ চন্দ্র সেন
৫৬. নিখিল মোহন সেন ৫৭. অনুতোষ সেনগুপ্ত ৫৮. সুধীরেন্দ্র নারায়ন সিনহা ৫৯. সিরাজুল ইসলাম চৌধুরী ৬০. অতুল কৃষ্ণ সোম ৬১. সৈয়দ মুন্সিফ আলী ৬২. সৈয়দ রকিব উদ্দিন আহমদ ৬৩.ওয়াজিদ আলী বড় ভূঁইয়া।