১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১:৫৫
সংবাদ শিরোনাম

নবীগঞ্জে উইশ ফাউন্ডেশন ইউকের খাদ্য সামগ্রী বিতরণ

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পঠিত

পবিত্র রমজান উপলক্ষে যুক্তরাজ্য সরকারের নিবন্ধিত উইশ ফাউন্ডেশনের উদ্যোগে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জালালসাপ, হৈবতপুর, রুস্তুমপুর ও ভানুদেব গ্রামের অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রতিবছরের মতো এবারও উইশ ফাউন্ডেশন ইউকে বাংলাদেশে দুঃস্থ ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (৭ মার্চ) সকালে নবীগঞ্জ উপজেলার এসব গ্রামের মানুষদের মাঝে রমজান উপলক্ষে খাবার সামগ্রী বিতরণ করা হয়।

উইশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন নাসিমা ইসলাম বলেন, “রমজান মাসে আমাদের এই কর্মসূচি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলমান থাকবে। নবীগঞ্জ, বানিয়াচং এবং দিরাই উপজেলায় খাদ্য বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই ডেন্টিস্ট আজাদ আলী ও অন্যান্য স্বেচ্ছাসেবীদের, যারা নিরলস পরিশ্রম করে এই মহৎ কাজে সহযোগিতা করেছেন।”

উল্লেখ্য, উইশ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo