অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সুনামগঞ্জ সমিতি, সিলেটের সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ দিদার চৌধুরী। তিনি বলেন, ভ্রাতৃত্ববোধ ও মানুষের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে মাহে রমযান। রমযান আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে সকলে কাজ করা উচিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ও ইসলামিক আরাবিক ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য মাওলানা লুৎফুর রহমান হুমাইদী। তিনি বলেন সিলেটস্থ দোয়ারাবাজার সমিতি যেন সিলেটের বুকে এক খন্ড দোয়ারাবাজার। আমরা দোয়ারা বাজারের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন মানুষ, ধর্ম জাত নির্বিশেষে সবাই একই মোহনায় মিলিত হয়ে আমাদের মধ্যে ভ্রাতৃত্ত্বপ্রেম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটস্থ দোয়ারাবাজার সমিতি বিশেষ ভুমিকা পালন করবে। তিনি আরো বলেন- রমজান মাস আত্নত্যাগ ও নিজেকে পরিশুদ্ধ করার মাস, সাওম পালনের মাধ্যমে সবাই যেন আল্লাহর নৈকট্যলাভ করতে পারে।
গতকাল সোমবার (১০ মার্চ ২০২৫, ৯ রমজান) সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেটস্থ দোয়ারাবাজার সমিতি, সিলেটের ইফতার মাহফিল ও সাধারণ সভা সম্পন্ন হয়।
সিলেটস্থ দোয়ারাবাজার সমিতি, সিলেটের সভাপতি ও দি এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ শমশের আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ছায়াদ মিয়ার পরিচালনায়, ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, সিলেটস্থ দোয়ারাবাজার সমিতি, সিলেটের- সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন। ফেঞ্চুগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও আকাশ বাংলা ডটকমের সম্পাদক-প্রকাশক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, দোয়ারাবাজার সমিতি, সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেটস্থ দোয়ারাবাজার সমিতি, সিলেটের উপদেষ্টা মোঃ আব্দুর রহিম, পুলিশ পরিদর্শক ও সংগঠনের উপদেষ্টা অকিল উদ্দিন আহমদ, বুগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম জুয়েল।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, প্রভাষক মোঃ ফরহাদ হোসেন, অধ্যক্ষ মোহাম্মদ আবু ইউসুফ, প্রধান শিক্ষক মোঃ ছয়ফুল আলম, সহ-সভাপতি মোহন লাল দাশ (মৃদুল), ডা. এম. এ. জি কিবরিয়া, ইন্জিনিয়ার আব্দুর রহিম, আতাউর রহমান, মোহাম্মদ ইসমাইল মিয়া, মোঃ রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান আদর, মোঃ আব্দুল মালেক, মোঃ আব্দুল মছব্বির মেম্বার, মোঃ কামাল হোসেন, মোঃ সেলিম আহমদ, মোহাম্মদ জাফর আলী, মোঃ আবু সাইদ, মোঃ আব্দুর রশীদ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জামিল আহমদ, সাজ্জাদ আহমদ সাজু, মোঃ আলী সেলিম, সোহেল রানা, মোহাম্মদ জসীম উদ্দিন, মোঃ জহির রায়হান, মোঃ জালাল আহমদ, মোঃ আব্দুল মোতালেব, দেলোয়ার, শরীফ, মিনার উদ্দিন, জুবেদ মিয়া, মোঃ হারুন অর রশিদ, মোঃ মাসুক মিয়া, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হাবিবুর রহমান, ইব্রাহিম খলিল, মাসুম আহমদ, জাহাঙ্গীর, মোঃ রফিকুল ইসলাম, মাহতাব ইসলাম তহা, শাজিনুর রহমান, তাপস কুমার দাশ, মোঃ আজিজ, হুসাইন আহমদ, কাজী রহিম ইসলাম মিছলু, মোঃ বাহা উদ্দিন, মোঃ সোহেল রানা, তোফাজ্জল হোসেন, নুরুল হক, মোঃ মনির হোসেন, মোঃ ফরহাদ হোসেন, মোঃ তারেক আজিজ, সিরাজ আলী, মোঃ মনিরুল ইসলাম, সোলায়মান আহমদ, মোঃ আঃ হক,তারেক আজিজ,মো:সাদিকুর রহমান, মোঃ ছায়াদ মিয়া, আবদুল কাদির জীবন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত করেন মুফতি আব্দুস সালাম।
সভাপতির বক্তব্যে শমশের আলী বলেন, সিলেটস্থ দোয়ারাবাজারবাসীর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ়করণ, দোয়ারাবাজারবাসীর উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহবান জানান। কালিউড়ি নদীর উপর দোয়ারাবাজার এবং শরীফপুরের সংযোগ সেতুটি দুই লেনে রুপান্তরের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি সুনামগঞ্জ সমিতি, সিলেটের সকল ন্যায় সঙ্গত দাবী ও আন্দোলনের প্রতি একাত্বতা ও সমর্থন জানান।
উল্লেখ্য সিলেটস্থ দোয়ারাবাজার সমিতি, সিলেটের উদ্যোগে শিকড় ম্যাগাজিন প্রকাশনার জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক প্রধান শিক্ষক আবুল কালাম ও সদস্য সচিব ইন্জিনিয়ার জাফর আলী।