সত্যবাদিতা ও ন্যায়পরায়নতা জীবন শিল্পের সূতিকাগার
……..দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী
সিলেট ক্যালিগ্রাফি সোসাইটি, সিলেটের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, সত্যবাদিতা ন্যায়পরায়নতা জীবন শিল্পের সূতিকাগার।
তিনি গত শনিবার (১৫ মার্চ ২০২৫) দুপুর ১২ ঘটিকার সময় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অফিস কক্ষে
সিলেট ক্যালিগ্রাফি সোসাইটি, সিলেটের শিক্ষা সম্পাদক, ক্যালিগ্রাফার আবুল হাসান উচ্চশিক্ষার্থে মালয়েশিয়া গমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদানকালে এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটি, সিলেটের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও সংগঠনের সিনিয়র নির্বাহী সদস্য গল্পকার সেলিম আউয়াল, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক, সংগঠনের গবেষণা ও প্রকাশনা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, কেন্দ্রীয় মুসলিম সংসদের সহ-সাধারণ সম্পাদক, সিলেট জজকোর্টের এডিশনাল পাবলিক প্রসিকিউটর ও সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার নুর আহমদ, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সহ-প্রচার সম্পাদক আবদুল কাদির জীবন, অফিস সম্পাদক মঈন উদ্দিন, সাব্বির আহমদ প্রমুখ।
উল্লেখ্য আবুল হাসান “ইসলামিক শিল্প/ক্যালিগ্রাফি বিকাশে বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে এর গুরুত্ব আশাতীত” শিরোনামে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিকবিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য শনিবার ১৫ মার্চ ২০২৫ বিকেল ৩ ঘটিকায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দিয়েছেন এবং পরেরদিন সকাল ৮ ঘটিকায় ঢাকা ত্যাগ করে মালয়েশিয়ার উদ্দেশ্য রওয়ানা দিবেন।