১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৬
সংবাদ শিরোনাম

সুনামগঞ্জে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন 

আকাশ বাংলা ডেস্ক
  • আপডেট রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৯১ বার পঠিত

রুয়েব আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা : সুনামগঞ্জে ১১ টি উপজেলায় ১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৯ জানুয়ারি ২০২৫ ইংরেজি রবিবার সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলায় ১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের কমপ্লেক্সে কলকলিয়া গ্রামে এবং শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বীরগাঁও গ্রামে অনুষ্ঠিত গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

পরিদর্শন কালে তিনি প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় করেন ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষণার্থীরা যাতে প্রশিক্ষণ শেষে বাহিনীর অন্যান্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমে নিজেদের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে সবাইকে উৎসাহ প্রদান করেন।

এ সময় তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন, বিশেষ করে নারীদের স্বাবলম্বী হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। বৈষম্যবিরোধী পরিবর্তনের এই ধারায় সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার এই মূলমন্ত্রকে ধারণ করে দেশ ও জনকল্যাণে কাজ করার আহবান জানান। স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে সমাজের উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং সামাজিক অপরাধ নির্মুলের জন্য প্রশিক্ষনার্থীদের প্রতি সচেতন থাকার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

এছাড়া তিনি আনসার ভিডিপি ক্লাবসমিতি শক্তিশালীকরনের মাধ্যমে সদস্যদের নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা প্রদান ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে উৎসাহ প্রদান করেন।
এসময় তিনি সকলকে সক্ষমতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সংস্কার, মৌলিক অধিকার ও কল্যানধর্মী উদ্যোগ গ্রহনের আহবান জানান।

গ্রাম প্রশিক্ষণের এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র জেলার জেলা কমান্ড্যান্ট জনাব রুবায়েত বিন সালাম। আরও উপস্থিত ছিলেন জগ্ননাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ।

আকাশ বাংলা ডটকম/একেজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo