মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের ইফতার ও দোয়া মাহফিল গত ১৪ এপ্রিল শুক্রবার বিকাল ৫টায় নগরীর দাড়িয়াপাড়াস্থ প্যারালাক্স রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি এডভোকেট মুহাম্মদ নাজমুল হোসাইন এর সভাপতিত্বে ও ধর্ম বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি অব. ব্যাংকার আব্দুর রাজ্জাক ভূইয়া, প্রাক্তন সভাপতি অব. শিক্ষক আমিনুল ইসলাম তালুকদার, প্রাক্তন সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক গোলাম জিলানী, গোয়াইনঘাট উপজেলার এসিল্যান্ড সাইদুল ইসলাম, মৌলভীবাজার জেলা সমবায় কর্মকর্তা মোশাহিদুর রেজা চৌধুরী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ব্যাংকার রাহুল সরকার। দোয়া মাহফিল পরিচালনা করেন বংশীকুণ্ডা ছাত্র কল্যাণ পরিষদের প্রাক্তন সভাপতি রুহুল আমিন ওয়ারেছ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামাল হোসেন ভূঁইয়া, পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান কবীর, সাংগঠনিক সম্পাদক রেখাবুল আলম সায়েম, মোঃ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক নিরূপম তালুকদার তপু, সহ অর্থ সম্পদাক মোঃ দেলোয়ার হোসেন বাবু, সহ দপ্তর সম্পাদক অসীম সরকার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জীবন কৃষ্ণ সরকার, শিক্ষা ও গবেষণা সম্পাদক ব্যাংকার দেলোয়ার হোসেন মণি, কার্য্যকরী সদস্য আব্দুল আউয়াল খান, গোলাম কিবরিয়া।
বক্তারা অবহেলিত জনপদ মধ্যনগরের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি