মেসার্স এলাহি সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে এসোসিয়েশনে সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাজী মোঃ কামাল উদ্দিনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯ মার্চ) ১৮ রমজান বঙ্গবীর রোড়স্ত একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।
ইফতারের পূর্বে স্বাগতম বক্তব্য রাখেন, এলাহি সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোঃ কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিনুর জামান চৌধুরী দুলু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সহ-সভাপতি হুমায়ুন আহমদ, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি, সাবেক চেয়ারম্যান হাজী রইছ আলী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রফেসার ড. মোঃ নাজিম উদ্দীন, জামায়াতে ইসলামীর দক্ষিণ সুরমা উপজেলার নায়েবে আমির এডভোকেট নজমুল ইসলাম, বরইকান্দি কাজিরখলা জামে মসজিদের মোতাওয়াল্লী নেছার আহমদ, এসোসিয়েশন সিলেটের সহ-সাধারণ সম্পাদক সুব্রতর বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আলী আফছর আহমদ ফাহিম, সদস্য লিটন আহমদ, আক্তার হোসেন।
আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর ২৯নং ওযার্ডের সাধারণ সম্পাদক ব্যবসায়ী বদরুল ইসলাম, কামাল হোসেন টিপু, ঢাকা-সিলেট বাইপাস সড়কের ব্যবসায়ী সুমন আহমদ সহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পেশার জনসাধারণ অংশ গ্রহণ করেন।
রমাজানের তাৎপর্য নিয়ে বয়ান পেশ করেন ও দোয়া পরিচালনা করেন বায়তুল মামুন জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোঃ আহমদ হোসেন। বিজ্ঞপ্তি