১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৬
সংবাদ শিরোনাম

সংস্কার সংস্কার না করে দ্রুত নির্বাচন দিন : কয়ছর এম আহমদ

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
  • আপডেট সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪২ বার পঠিত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর একটি অগণতান্ত্রিক মাফিয়া সরকার এ দেশকে শোষন করেছে। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অগণতান্ত্রিক, মাফিয়া সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মাফিয়া সরকার পতনের পর দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তা গোছাতে হলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার সংস্কার না করে দ্রুত নির্বাচন দিতে হবে৷ নির্বাচন যত দেরি হবে জটিলতা তত বাড়বে। নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসবে তখন সব ঠিক হয়ে যাবে৷

সোমবার(২৪ জুলাই) শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন৷

তিনি আরও বলেন, এই শান্তিগঞ্জের মানুষকে শান্তিতে রাখার জন্য যা যা করনীয় আমি তাই করবো। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করবো। শান্তিগঞ্জ-জগন্নাথপুরের মানুষের একজন কর্মী হিসেবে কাজ করতে সবার সহযোগিতা চাই৷

ইফতার ও দোয়া মাহফিলে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মুকিত, নূর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েছ প্রমুখ৷ এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে যুবদল নেতা ফরিদ গাজী। ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন শান্তিগঞ্জ জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মাও. খলিলুর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ
© All rights reserved © 2025 AkashBangla. Developed by PAPRHIHOST
Theme Dwonload From Ashraftech.Com
ThemesBazar-Jowfhowo