সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর পক্ষ থেকে দরিদ্র সদস্যদের গত ২৩ মার্চ রোববার ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি তিনি বলেন, আমরা সবাই মিলে হত দরিদ্র শ্রমিকদের পাশে দাঁড়ালে তারা স্বাবলম্বি হতে পারবেন। সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের মত অন্যান সামাজিক সংগঠনগুলো যদি দরিদ্র শ্রমিকদের পাশে দাঁড়ায় তাহলে সমাজে পরিবর্তন আসবে। এছাড়াও সমাজের পরিবর্তনের জন্য জনপ্রতিনিধি ও সংগঠনের নেতা নির্বাচনের ক্ষেত্রে সৎ ও চরিত্রভান নেতা নির্বাচিত করতে পারলে শ্রমিকদের অধিকার ফিরিয়ে পাওয়া যাবে।
ভ্যানগাড়ী বিতরণ অনুষ্ঠানে আন্যন্য মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা দেলোয়ার হোসেন, লিটন মিয়া, আক্কাস আলী, রুকন নুর, শাহ আলম, সামীম হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি